স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ স্বপ্ন দেখছে। সব আশা একসঙ্গে পূরণ করা সম্ভব নাও হতে পারে, তবে সবাই যদি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী ফ্যাসিবাদের পতনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসা একটি দল বা মানুষের মধ্যে কী ভয়াবহ রূপ নিতে পারে, তা ৫ আগস্টে দেশবাসী প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, “মাহমুদুর রহমানের রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে। আমি ৫ আগস্টের আগের সেই সময়ে আর ফিরে যেতে চাই না।” অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ দলের সিনিয়র নেতারা এতে অংশ নেন। গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর, শাহিদুল

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ স্বপ্ন দেখছে। সব আশা একসঙ্গে পূরণ করা সম্ভব নাও হতে পারে, তবে সবাই যদি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী ফ্যাসিবাদের পতনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসা একটি দল বা মানুষের মধ্যে কী ভয়াবহ রূপ নিতে পারে, তা ৫ আগস্টে দেশবাসী প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, “মাহমুদুর রহমানের রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে। আমি ৫ আগস্টের আগের সেই সময়ে আর ফিরে যেতে চাই না।”

অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ দলের সিনিয়র নেতারা এতে অংশ নেন।

গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর, শাহিদুল আহসান, জহিরুল আলম, সাংবাদিক নেতা এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ আরও অনেকে।

উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। এর পাঁচ দিন পর, ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এর দশ দিনের মাথায় শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই প্রথম কর্মসূচি হিসেবে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় সভায় অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow