স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ ভরাট করল বিএনপির নেতাকর্মীরা

স্বেচ্ছাশ্রম ও নিজ খরচে ব্রিটিশ আমলে তৈরি লালমনিরহাটের ঐতিহ্যবাহী এমটি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠ ভরাট করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। ট্রাকযোগে মাটি এনে নিজেরা ওই মাটি মাঠে ফেলে ভরাট করে দেন তারা।  মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে মাথায় মাটি নিয়ে ওই খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় বিএনপির নেতাকর্মীরা জানান, জেলা শহরের টিউমল পাড়া এলাকার ওই এমটি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠটি দীর্ঘদিন সংস্কার না করায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টির পানিতে ডুবে থাকত মাঠটি। বড় বড় গর্তের কারণে এলাকার শিশু-কিশোররা বঞ্চিত থাকত খেলাধুলা থেকে। দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকায় মাঠটি পরিণত হয় মাদকসেবীদের আড্ডাখানায়। মাঠটি সংস্কারে এলাকাবাসীর ছিল দীর্ঘদিনের দাবি।  তিনি বলেন, পরে বিষয়টি উপলব্ধি করে স্বেচ্ছাশ্রমে মাঠ সংস্কার কাজে নামে বিএনপির নেতাকর্মীরা। কৃষক দল, যুবদল, শ্রমিক দলসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শীতের সকাল থেকে বিকেল পর্যন্ত ডালি-কোদাল নিয়ে নেমে পড়েন মাঠ ভরাট কাজে। মাটি ফেলার পর রোলার দিয়ে সম

স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ ভরাট করল বিএনপির নেতাকর্মীরা

স্বেচ্ছাশ্রম ও নিজ খরচে ব্রিটিশ আমলে তৈরি লালমনিরহাটের ঐতিহ্যবাহী এমটি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠ ভরাট করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। ট্রাকযোগে মাটি এনে নিজেরা ওই মাটি মাঠে ফেলে ভরাট করে দেন তারা। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে মাথায় মাটি নিয়ে ওই খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এ সময় বিএনপির নেতাকর্মীরা জানান, জেলা শহরের টিউমল পাড়া এলাকার ওই এমটি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠটি দীর্ঘদিন সংস্কার না করায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টির পানিতে ডুবে থাকত মাঠটি। বড় বড় গর্তের কারণে এলাকার শিশু-কিশোররা বঞ্চিত থাকত খেলাধুলা থেকে। দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকায় মাঠটি পরিণত হয় মাদকসেবীদের আড্ডাখানায়। মাঠটি সংস্কারে এলাকাবাসীর ছিল দীর্ঘদিনের দাবি। 

তিনি বলেন, পরে বিষয়টি উপলব্ধি করে স্বেচ্ছাশ্রমে মাঠ সংস্কার কাজে নামে বিএনপির নেতাকর্মীরা। কৃষক দল, যুবদল, শ্রমিক দলসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শীতের সকাল থেকে বিকেল পর্যন্ত ডালি-কোদাল নিয়ে নেমে পড়েন মাঠ ভরাট কাজে। মাটি ফেলার পর রোলার দিয়ে সমান করে দেওয়া হয় মাঠটি। এলাকার মানুষের উপকার করতে পেরে বেশ খুশি দলটির তৃণমূল নেতাকর্মীরাও। 

এলাকাবাসী আব্দুল ওহাব জানান, এখানে মাঠ থাকলেও দীর্ঘদিন শিশু-কিশোরদের খেলার ব্যবস্থা ছিল না। সামান্য বৃষ্টির পানিতে ডুবে থাকত মাঠটি। বড় বড় গর্ত ছিল মাঠে। খেলাধুলার পরিবেশ ফিরে আসায় বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

কিশোর মেহেদী হাসান জানান, মাঠটি সংস্কারের জন্য আমরা কয়েকবার জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন দিয়েছি। কিন্তু মাঠ সংস্কার কাজ করা হয়নি। ফলে দিন দিন মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। এখন মাঠটি সংস্কার হওয়ায় আমরা খুব খুশি।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, চারিদিকে শহরের আবাসিক এলাকা মধ্যখানে একটি মাত্র খেলার মাঠ। পাশেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী এমটি হোসেন ইনস্টিটিউট। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৪ বছরেও মাঠটি সংস্কার করেনি। ফলে দিন দিন খেলাধুলার অনুপযোগী হয় মাঠটি। আমরা মাটি এনে নিজেরাই শ্রম দিয়ে সংস্কার করে দিচ্ছি মাঠটি। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া এবং সাংস্কৃতিক কার্যক্রমের কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow