স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে তারেক রহমানের পরিচয় ‘রাজনৈতিক কর্মী’

জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পরিদর্শন বইয়ে নিজের পরিচয় হিসেবে লেখেন ‘রাজনৈতিক কর্মী’। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করেন তারেক রহমান। এরপর শহীদ বেদির সামনে গিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি ও তার সঙ্গে আসা অন্যান্য নেতৃবৃন্দ। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার উদ্দেশ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাস্তায় জনস্রোতের মধ্যে আসতে দেরি হয়েছে। এতটা সময় আপনারা অপেক্ষা করেছেন, আমি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর তিনি গাড়িতে বাসেই জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন হইতে স্বাক্ষর করেন। পরিদর্শন বইয়ে তারিখের জায়গায় বাংলায় ২৬-১২-২০২৫ তারিখ লেখেন। নামের স্থলে নিজের নাম তারেক রহমান লিখে পরিচয়ের স্থলে লেখেন, ‘রাজনৈতিক কর্মী’। মন্তব্যের স্থলে তিনি লেখেন, ‘১৯৭১ এর শহীদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করি। জানাই

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে তারেক রহমানের পরিচয় ‘রাজনৈতিক কর্মী’

জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পরিদর্শন বইয়ে নিজের পরিচয় হিসেবে লেখেন ‘রাজনৈতিক কর্মী’।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করেন তারেক রহমান। এরপর শহীদ বেদির সামনে গিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি ও তার সঙ্গে আসা অন্যান্য নেতৃবৃন্দ।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার উদ্দেশ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাস্তায় জনস্রোতের মধ্যে আসতে দেরি হয়েছে। এতটা সময় আপনারা অপেক্ষা করেছেন, আমি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে তারেক রহমানের পরিচয় ‘রাজনৈতিক কর্মী’

এরপর তিনি গাড়িতে বাসেই জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন হইতে স্বাক্ষর করেন।

পরিদর্শন বইয়ে তারিখের জায়গায় বাংলায় ২৬-১২-২০২৫ তারিখ লেখেন। নামের স্থলে নিজের নাম তারেক রহমান লিখে পরিচয়ের স্থলে লেখেন, ‘রাজনৈতিক কর্মী’।

মন্তব্যের স্থলে তিনি লেখেন, ‘১৯৭১ এর শহীদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা।’

এর পরপরই তিনি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

মাহফুজুর রহমান নিপু/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow