সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

গাইবান্ধা সদর উপজেলায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আশরাফুল আলম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।  শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত আশরাফুল আলম রংপুরের পীরগঞ্জ থানার কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। তিনি পলাশবাড়ী উপজেলার ভেলকুপা এলাকার বাসিন্দা। গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশরাফুল আলমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহটি পরিবারের স্বজনদের কাছে সকালে হস্তান্তর করেছি।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

গাইবান্ধা সদর উপজেলায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আশরাফুল আলম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আশরাফুল আলম রংপুরের পীরগঞ্জ থানার কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। তিনি পলাশবাড়ী উপজেলার ভেলকুপা এলাকার বাসিন্দা।

গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশরাফুল আলমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহটি পরিবারের স্বজনদের কাছে সকালে হস্তান্তর করেছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow