হরর সিনেমায় জ্যাজি বিটজ

হলিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স প্রকাশ করল তাদের আসন্ন অ্যাকশন-হরর-কমেডি সিনেমা ‘দে উইল কিল ইউ’-এর ফার্স্ট লুক ট্রেলার। যেখানে মুক্তির আগেই ভয়, কৌতূহল আর উত্তেজনায় দর্শকদের মধ্যে ঝড় তুলেছে ট্রেলারটি। আর এই হরর কমেডি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডেডপুল খ্যাত মার্কিন অভিনেত্রী জ্যাজি বিটজ।  নিউইয়র্ক সিটির এক সুউচ্চ ভবনে জমে ওঠা ভয়াবহ এক রাতের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে জ্যাজি বিটজের পাশাপাশি অভিনয় করেছেন  মাইহা’লা, প্যাটারসন জোসেফ, টম ফেলটনসহ আরও অনেকে। যাদের উপস্থিতি ছবির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। গল্পের কেন্দ্রে রয়েছে এক গৃহপরিচারিকা, যিনি কাজ করতে গিয়ে আবিষ্কার করেন ভবনটির ভয়ংকর এক অন্ধকার রহস্য। ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে একটি শয়তানি কাল্টের অস্তিত্ব, যা ভবনটিকে পরিণত করেছে মৃত্যুর ফাঁদে। ছবিটি পরিচালনা করেছেন কিরিল সোকোলভ। সিনেমা নিয়ে পরিচালক মার্কিন এক গণমাধ্যমকে জানান, এটি হবে রক্তাক্ত ও ভয়ংকর সব দৃশ্যে ভরপুর এক চলচ্চিত্র, যেখানে এক তরুণীকে পুরো একটি রাত টিকে থাকার লড়াই করতে হবে, না হলে তাকেই হতে হবে কাল্টের পরবর্তী বলি। আগামী ২৭ মার্চ

হরর সিনেমায় জ্যাজি বিটজ

হলিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স প্রকাশ করল তাদের আসন্ন অ্যাকশন-হরর-কমেডি সিনেমা ‘দে উইল কিল ইউ’-এর ফার্স্ট লুক ট্রেলার। যেখানে মুক্তির আগেই ভয়, কৌতূহল আর উত্তেজনায় দর্শকদের মধ্যে ঝড় তুলেছে ট্রেলারটি। আর এই হরর কমেডি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডেডপুল খ্যাত মার্কিন অভিনেত্রী জ্যাজি বিটজ। 

নিউইয়র্ক সিটির এক সুউচ্চ ভবনে জমে ওঠা ভয়াবহ এক রাতের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে জ্যাজি বিটজের পাশাপাশি অভিনয় করেছেন  মাইহা’লা, প্যাটারসন জোসেফ, টম ফেলটনসহ আরও অনেকে। যাদের উপস্থিতি ছবির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।
গল্পের কেন্দ্রে রয়েছে এক গৃহপরিচারিকা, যিনি কাজ করতে গিয়ে আবিষ্কার করেন ভবনটির ভয়ংকর এক অন্ধকার রহস্য। ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে একটি শয়তানি কাল্টের অস্তিত্ব, যা ভবনটিকে পরিণত করেছে মৃত্যুর ফাঁদে।
ছবিটি পরিচালনা করেছেন কিরিল সোকোলভ।

সিনেমা নিয়ে পরিচালক মার্কিন এক গণমাধ্যমকে জানান, এটি হবে রক্তাক্ত ও ভয়ংকর সব দৃশ্যে ভরপুর এক চলচ্চিত্র, যেখানে এক তরুণীকে পুরো একটি রাত টিকে থাকার লড়াই করতে হবে, না হলে তাকেই হতে হবে কাল্টের পরবর্তী বলি।

আগামী ২৭ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দে উইল কিল ইউ’ সিনেমাটি। আতঙ্ক, অ্যাকশন আর ডার্ক হিউমারের দারুণ এক মিশ্রণে তৈরি এ ছবিতে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর বড় পর্দার অভিজ্ঞতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow