‘হাঙর’ নিয়ে আসছেন নেপালি তারকা প্রমোদ আগ্রহারী

সমুদ্রের নোনা জল, উপকূলীয় মানুষের বেঁচে থাকার লড়াই আর অপরাধজগতের অন্ধকার অলিগলি— এসব নিয়েই বড় পর্দার জন্য নির্মিত হচ্ছে অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ‘হাঙর’। সদ্যই প্রকাশ করা হয়েছে ছবিটির ফার্স্ট লুক পোস্টার, যা ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের নজর কেড়েছে। একইসঙ্গে নির্মাতা দল ঘোষণা দিয়েছে, আগামী ঈদুল ফিতর ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। সিনেমার গল্পের প্রয়োজনে বেছে নেওয়া হয়েছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে। সমুদ্র, নদী-বন্দর ও জেলে পল্লীর রুক্ষ বাস্তবতা তুলে ধরতে সেখানে টানা ২২ দিন শুটিং করেছে পুরো ইউনিট। আধুনিক সিনেমাটোগ্রাফি, ড্রোন শট, হ্যান্ডহেল্ড ক্যামেরা এবং হাই-কনট্রাস্ট লাইটিং ব্যবহারের মাধ্যমে পর্দায় এক রহস্যময় ও বাস্তবিক আবহ তৈরি করার চেষ্টা করেছেন নির্মাতারা। চলচ্চিত্রটির অধিকাংশ শুটিং সম্পন্ন হলেও এখনো বাকি আছে ক্লাইম্যাক্সের কিছু দৃশ্য। আর এখানেই থাকছে বড় চমক। এই চূড়ান্ত পর্বের শুটিংয়ে অংশ নিতে খুব শিগগিরই ঢাকায় আসছেন নেপালের জনপ্রিয় অভিনেতা প্রমোদ আগ্রহারী। আন্তর্জাতিক এই শিল্পীর অন্তর্ভুক্তি সিনেমাটির ক্যানভাসকে আরও বড় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গল্প ও প্রেক্

‘হাঙর’ নিয়ে আসছেন নেপালি তারকা প্রমোদ আগ্রহারী

সমুদ্রের নোনা জল, উপকূলীয় মানুষের বেঁচে থাকার লড়াই আর অপরাধজগতের অন্ধকার অলিগলি— এসব নিয়েই বড় পর্দার জন্য নির্মিত হচ্ছে অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ‘হাঙর’। সদ্যই প্রকাশ করা হয়েছে ছবিটির ফার্স্ট লুক পোস্টার, যা ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের নজর কেড়েছে। একইসঙ্গে নির্মাতা দল ঘোষণা দিয়েছে, আগামী ঈদুল ফিতর ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

সিনেমার গল্পের প্রয়োজনে বেছে নেওয়া হয়েছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে। সমুদ্র, নদী-বন্দর ও জেলে পল্লীর রুক্ষ বাস্তবতা তুলে ধরতে সেখানে টানা ২২ দিন শুটিং করেছে পুরো ইউনিট। আধুনিক সিনেমাটোগ্রাফি, ড্রোন শট, হ্যান্ডহেল্ড ক্যামেরা এবং হাই-কনট্রাস্ট লাইটিং ব্যবহারের মাধ্যমে পর্দায় এক রহস্যময় ও বাস্তবিক আবহ তৈরি করার চেষ্টা করেছেন নির্মাতারা।

চলচ্চিত্রটির অধিকাংশ শুটিং সম্পন্ন হলেও এখনো বাকি আছে ক্লাইম্যাক্সের কিছু দৃশ্য। আর এখানেই থাকছে বড় চমক। এই চূড়ান্ত পর্বের শুটিংয়ে অংশ নিতে খুব শিগগিরই ঢাকায় আসছেন নেপালের জনপ্রিয় অভিনেতা প্রমোদ আগ্রহারী। আন্তর্জাতিক এই শিল্পীর অন্তর্ভুক্তি সিনেমাটির ক্যানভাসকে আরও বড় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গল্প ও প্রেক্ষাপট ‘হাঙর’ কেবল মারধরের গল্প নয়; এতে উঠে আসবে উপকূলীয় জনপদের ক্ষমতার লড়াই, সাধারণ মানুষের টিকে থাকার সংগ্রাম, প্রতিশোধ এবং ন্যায়বিচারের আখ্যান। পোস্টারে উত্তাল সমুদ্র আর রুক্ষ আবহ সেই ইঙ্গিতই দিচ্ছে।

নির্মাতা দলের মতে, গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীর দিক থেকে ‘হাঙর’ বাণিজ্যিক ও শিল্পমান— উভয় দিক থেকেই দর্শকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। শিগগিরই ছবিটির ট্রেলার ও গান প্রকাশ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow