হাজার কোটির ক্লাবে ‘ধুরন্ধর’, রণবীরের দাপুটে প্রত্যাবর্তন

আদিত্য ধর নির্মিত ‘ধুরন্ধর’ যেন রণবীর সিংয়ের মন্দা ক্যারিয়ারের জন্য শাপমোচন হয়ে এসেছে। কোভিড-পরবর্তী সময় থেকে বক্স অফিসে ভাটার যে ধারা চলছিল, তা ভেঙে দিয়েছে এই সিনেমা। মুক্তির মাত্র ২১ দিনের মাথায় বিশ্বব্যাপী হাজার কোটি টাকার ব্যবসা করে একাধিক রেকর্ড গড়েছে ‘ধুরন্ধর’। গত ৫ ডিসেম্বর আইনি জটিলতা ও বিভিন্ন বিতর্কের মধ্য দিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুরন্ধর’। মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো সুনামি বইছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও দর্শকদের দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে চলতি বছরের আলোচিত ছবি ভিকি কৌশলের ‘ছাবা’ ও ‘সাইয়ারা’র বক্স অফিস রেকর্ডও ছাড়িয়ে গেছে রণবীর সিং অভিনীত এই সিনেমা। বলিউডের তথ্য অনুযায়ী, ভারতে ‘ধুরন্ধর’ আয় করেছে প্রায় ৬৬৯ কোটি রুপি। আন্তর্জাতিক বাজার মিলিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬ কোটি ৭০ লাখ টাকায়। এর মাধ্যমে ২০২৫ সালের বক্স অফিস তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি। প্রথম সপ্তাহে জাতীয় বক্স অফিসে ‘ধুরন্ধর’ আয় করে ২১৮ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে সেই অংক বেড়ে দাঁড়ায় ২৬১ কোটি ৫০ লাখ রুপিতে। যদিও তৃতীয় সপ্তাহে অভ্যন্তরীণ বাজারে আয় কিছুটা কমেছে

হাজার কোটির ক্লাবে ‘ধুরন্ধর’, রণবীরের দাপুটে প্রত্যাবর্তন

আদিত্য ধর নির্মিত ‘ধুরন্ধর’ যেন রণবীর সিংয়ের মন্দা ক্যারিয়ারের জন্য শাপমোচন হয়ে এসেছে। কোভিড-পরবর্তী সময় থেকে বক্স অফিসে ভাটার যে ধারা চলছিল, তা ভেঙে দিয়েছে এই সিনেমা। মুক্তির মাত্র ২১ দিনের মাথায় বিশ্বব্যাপী হাজার কোটি টাকার ব্যবসা করে একাধিক রেকর্ড গড়েছে ‘ধুরন্ধর’।

গত ৫ ডিসেম্বর আইনি জটিলতা ও বিভিন্ন বিতর্কের মধ্য দিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুরন্ধর’। মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো সুনামি বইছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও দর্শকদের দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে চলতি বছরের আলোচিত ছবি ভিকি কৌশলের ‘ছাবা’ ও ‘সাইয়ারা’র বক্স অফিস রেকর্ডও ছাড়িয়ে গেছে রণবীর সিং অভিনীত এই সিনেমা।

বলিউডের তথ্য অনুযায়ী, ভারতে ‘ধুরন্ধর’ আয় করেছে প্রায় ৬৬৯ কোটি রুপি। আন্তর্জাতিক বাজার মিলিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬ কোটি ৭০ লাখ টাকায়। এর মাধ্যমে ২০২৫ সালের বক্স অফিস তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি।

প্রথম সপ্তাহে জাতীয় বক্স অফিসে ‘ধুরন্ধর’ আয় করে ২১৮ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে সেই অংক বেড়ে দাঁড়ায় ২৬১ কোটি ৫০ লাখ রুপিতে। যদিও তৃতীয় সপ্তাহে অভ্যন্তরীণ বাজারে আয় কিছুটা কমেছে, তবে আন্তর্জাতিক বক্স অফিসের শক্তিশালী পারফরম্যান্সে ভর করেই হাজার কোটির ক্লাবে প্রবেশ করে সিনেমাটি।

দক্ষিণী সিনেমার দাপটের বাজারে বলিউডের জন্য এই সাফল্য নিঃসন্দেহে একটি বড় মাইলফলক বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে রণবীর সিংয়ের ক্যারিয়ারেও এটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরেই বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় সমালোচনার মুখে ছিলেন এই অভিনেতা। তারকাবহুল সিনেমা কিংবা শক্ত কনটেন্ট-কোনোটিই তাকে ব্লকবাস্টার দিতে পারেনি।

আরও পড়ুন:
২০২৫ সালের আলোচিত ৫ সিনেমা
২০২৫ সালে শোবিজ থেকে চিরতরে হারিয়ে গেলেন যারা
২০২৫ সালে দেশীয় শোবিজের আলোচিত ১১ ঘটনা
২০২৫ সালে মুক্তি পাওয়া সবচেয়ে বাজে সিনেমাগুলো
২০২৫ সালে ওটিটিতে ঝড়, আলোচিত যেসব হিন্দি সিরিজ

তবে ‘ধুরন্ধর’সিনেমার সাফল্যে সেই সব সমালোচনার জবাব মিলেছে বলেই মনে করছেন অনেকে। এই সিনেমার হাত ধরেই আবারও বক্স অফিসের দৌড়ে দাপুটে প্রত্যাবর্তন ঘটালেন রণবীর সিং।

এমএমএফ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow