হাতির পায়ে পিষ্ট হয়ে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মালাকোচার সোনাজুরি নামক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম ফারুক মিয়া (৪০)। তিনি পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে এবং পেশায় একজন চা দোকানি হলেও সম্প্রতি বেশি আয়ের আশায় গারো পাহাড়ের বিভিন্ন কন্টেন্ট তৈরি করছিলেন।
বন বিভাগ ও স্থানীয়রা জানান, উপজেলার বালিজুড়ি পাহাড়ের টিলায় সপ্তাহ দুয়েক ধরে ৩০ থেকে ৪০টি বন্য হাতি দল বেঁধে অবস্থান করছিল। আজ বিকেল ৩টার দিকে মালাকোচা সোনাজুরি নামক এলাকায় একটি বাগানে হাতিগুলো অবস্থান নিলে অতি উৎসাহী হয়ে খুব কাছে গিয়ে ভিডিও করতে যান ফারুক মিয়া।
এ সময় হাতির পাল তার দিকে তেড়ে আসে এবং তাকে হামলা করে। এ সময় হাতিটি পা ও শুঁড় দিয়ে আঘাত করায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, ফারুক সম্প্রতি ফেসবুকে হাতির ভিডিও আপলোড করতে শুরু করেন এবং গারো পাহাড়ের বিভিন্ন কন্টেন্ট তৈরি ক
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মালাকোচার সোনাজুরি নামক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম ফারুক মিয়া (৪০)। তিনি পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে এবং পেশায় একজন চা দোকানি হলেও সম্প্রতি বেশি আয়ের আশায় গারো পাহাড়ের বিভিন্ন কন্টেন্ট তৈরি করছিলেন।
বন বিভাগ ও স্থানীয়রা জানান, উপজেলার বালিজুড়ি পাহাড়ের টিলায় সপ্তাহ দুয়েক ধরে ৩০ থেকে ৪০টি বন্য হাতি দল বেঁধে অবস্থান করছিল। আজ বিকেল ৩টার দিকে মালাকোচা সোনাজুরি নামক এলাকায় একটি বাগানে হাতিগুলো অবস্থান নিলে অতি উৎসাহী হয়ে খুব কাছে গিয়ে ভিডিও করতে যান ফারুক মিয়া।
এ সময় হাতির পাল তার দিকে তেড়ে আসে এবং তাকে হামলা করে। এ সময় হাতিটি পা ও শুঁড় দিয়ে আঘাত করায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, ফারুক সম্প্রতি ফেসবুকে হাতির ভিডিও আপলোড করতে শুরু করেন এবং গারো পাহাড়ের বিভিন্ন কন্টেন্ট তৈরি করছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বসির মিয়া বলেন, ভিডিও করতে করতে একদম হাতির কাছে চলে যায় ফারুক। এ সময় দৌড় দিতে গিয়ে সে মাটিতে পড়ে গেলে হাতি তার পা ও শুঁড় দিয়ে ফারুকের মুখ, মাথা, পা ও পেটে আঘাত করে।
শ্রীবরদী বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, সম্প্রতি অতি উৎসাহী কিছু কন্টেন্ট ক্রিয়েটর বনে উৎপাত শুরু করেছে। তারা হাতিকে উত্যক্ত করছে। আমরা মাইকিং করছি, প্রচার করছি এবং সীমিত জনবল দিয়ে প্রতিরোধের চেষ্টাও করছি। আজ বিকেল ৩টার দিকে ভিডিও করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিদুল ইসলাম বলেন, হাতির আক্রমণে ফারুক নামের একজন ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু তার অবস্থা ক্রিটিক্যাল থাকায় তা আর সম্ভব হয়নি। বর্তমানে তার লাশ হাসপাতালে রয়েছে।
ঘটনার বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।