হাদিকে নিয়ে নিলুফার মনির বিতর্কিত মন্তব্য, সোশ্যাল মিডিয়া তোলপাড়

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে ‘গিনিপিগ’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওই বক্তব্য ভাইরাল হলে নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি টিভি চ্যানেলের টকশোতে কথা বলছেন নিলুফার চৌধুরী। এ সময় হাদি প্রসঙ্গে তিনি বলেন, ‘হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। আপনারা যারা ডাক্তার এখানে অনেকেই আছেন, আপনারা তেলাপোকা কাটতেন, ব্যাঙ কাটতেন, আবার সেলাই করে ছেড়ে দিতেন, চলত। বাট হাদি হয়তো সেলাই করে ছেড়ে দেওয়ার পর চলতে পারে নাই।’ এসময় ‘ আপনার মনে হয়েছে, কেউ তাকে নিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছে’- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যা অবশ্যই। এখানে বলার কোনো অপেক্ষাই রাখে না। যদি তাই না হতো, তাহলে হাদির দলের কয়টা লোক ছিল বা আছেন?’ ‘তার দলটাকে আমি বলছি, এই যে এতো এতো মানুষ সারাদেশ থেকে এলো, এটার মধ্যে কিন্তু অনেক বড় একটা প্রশ্নবোধক

হাদিকে নিয়ে নিলুফার মনির বিতর্কিত মন্তব্য, সোশ্যাল মিডিয়া তোলপাড়

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে ‘গিনিপিগ’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওই বক্তব্য ভাইরাল হলে নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি টিভি চ্যানেলের টকশোতে কথা বলছেন নিলুফার চৌধুরী। এ সময় হাদি প্রসঙ্গে তিনি বলেন, ‘হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। আপনারা যারা ডাক্তার এখানে অনেকেই আছেন, আপনারা তেলাপোকা কাটতেন, ব্যাঙ কাটতেন, আবার সেলাই করে ছেড়ে দিতেন, চলত। বাট হাদি হয়তো সেলাই করে ছেড়ে দেওয়ার পর চলতে পারে নাই।’

এসময় ‘ আপনার মনে হয়েছে, কেউ তাকে নিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছে’- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যা অবশ্যই। এখানে বলার কোনো অপেক্ষাই রাখে না। যদি তাই না হতো, তাহলে হাদির দলের কয়টা লোক ছিল বা আছেন?’

‘তার দলটাকে আমি বলছি, এই যে এতো এতো মানুষ সারাদেশ থেকে এলো, এটার মধ্যে কিন্তু অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। যে চিহ্নটা নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছে।’

বিএনপিনেত্রীর এমন বক্তব্যের পর ফেসবুকে ভেসে বেড়াচ্ছে অনেক মন্তব্য। এর আগে শহীদ আবরার ফাহাদকে নিয়ে নিলুফার চৌধুরী মনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করেছেন কেউ কেউ। এবার ওসমান হাদিকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্যকর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নেটিজেনরা।

কেউ কেউ ক্ষোভ ঝেড়ে লিখছেন, নিলুফার মনির আচরণ চরম ধৃষ্টতাপূর্ণ। তাকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। এ বিষয়ে ইনকিলাব মঞ্চকে কর্মসূচি বা পদক্ষেপ নেয়ার আহ্বান জানান কেউ কেউ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow