হাদির ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানিকগঞ্জে এনসিপির বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরে এ কর্মসূচি পালন করেন জেলা এনসিপির নেতা-কর্মীরা। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জেলা শহরের এনসিপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন এনসিপির জেলা কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম। এ সময় জেলা এনসিপির সদস্য সচিব গালিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক কাজী হারুন উর রশিদ পিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, নাহিদ মনিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে আমিনুল ইসলাম বলেন, যারা শরিফ ওসমান হাদিকে গুলি করেছে, তাদের মনে করিয়ে দিতে চাই তারা বাংলাদেশের চলমান গণআন্দোলনের ধারাকে থামাতে পারবে না। অনেক বড় বড় নেতা ওসমান হাদির নাম পর্যন্ত উচ্চারণ করতে পারেননি, ইনকিলাব মঞ্চের নাম বলতে পারেননি। যদি তারা সত্যিকার

হাদির ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানিকগঞ্জে এনসিপির বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরে এ কর্মসূচি পালন করেন জেলা এনসিপির নেতা-কর্মীরা।

সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জেলা শহরের এনসিপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন এনসিপির জেলা কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম। এ সময় জেলা এনসিপির সদস্য সচিব গালিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক কাজী হারুন উর রশিদ পিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, নাহিদ মনিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে আমিনুল ইসলাম বলেন, যারা শরিফ ওসমান হাদিকে গুলি করেছে, তাদের মনে করিয়ে দিতে চাই তারা বাংলাদেশের চলমান গণআন্দোলনের ধারাকে থামাতে পারবে না। অনেক বড় বড় নেতা ওসমান হাদির নাম পর্যন্ত উচ্চারণ করতে পারেননি, ইনকিলাব মঞ্চের নাম বলতে পারেননি। যদি তারা সত্যিকার অর্থে গণআন্দোলনে অংশ নিতেন, তাহলে হাদির ভূমিকা সম্পর্কে জানতেন।

তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করে চলতে চান, ব্যবসা-বাণিজ্যের স্বার্থে আপস করছেন তাদের সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

সমাবেশ থেকে ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের এবং এ ঘটনার মাস্টারমাইন্ডদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এনসিপির নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow