হাদির হত্যাকারীদের নামে ‘ঘৃণা স্তম্ভ’ উদ্বোধন 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার পেছনে দায়ীদের ছবিসহ ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে (যেখানে ওসমান হাদিকে গুলি করা হয়) এই ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেন তিনি। এ সময় রাশেদ প্রধান বলেন, হাদিকে গুলি করার ১০ দিন পেরিয়ে গেছে। এখনো খুনিদের গ্রেপ্তার করতে পারে নাই এই অন্তর্বর্তী সরকার। হাদিকে খুনের পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি, আশ্রয়দাতা সবাই নিশ্চিন্তে আছে। আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা জানাই। তিনি বলেন, আমাদের ক্ষমতা সীমিত। আমরা ঘৃণা জানাই আর আল্লাহর দরবারে দোয়া করি। মহান রাব্বুল আলামিন যেন আমার ভাই হাদির হত্যার সঙ্গে জড়িতদের বিচার দুনিয়ায় এবং আখিরাতে করেন। বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি রোড নামকরণের দাবি জানান জাগপার এই মুখপাত্র। একই সাথে পরবর্তী প্রজন্মের জন্য ‘পার্মানেন্ট ঘৃণা স্তম্ভ’ তৈরির অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন, ‘অনুমতি দেন, ঘৃণা স্তম্ভ আমরা জনগণের অর্

হাদির হত্যাকারীদের নামে ‘ঘৃণা স্তম্ভ’ উদ্বোধন 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার পেছনে দায়ীদের ছবিসহ ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে (যেখানে ওসমান হাদিকে গুলি করা হয়) এই ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেন তিনি। এ সময় রাশেদ প্রধান বলেন, হাদিকে গুলি করার ১০ দিন পেরিয়ে গেছে। এখনো খুনিদের গ্রেপ্তার করতে পারে নাই এই অন্তর্বর্তী সরকার। হাদিকে খুনের পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি, আশ্রয়দাতা সবাই নিশ্চিন্তে আছে। আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা জানাই। তিনি বলেন, আমাদের ক্ষমতা সীমিত। আমরা ঘৃণা জানাই আর আল্লাহর দরবারে দোয়া করি। মহান রাব্বুল আলামিন যেন আমার ভাই হাদির হত্যার সঙ্গে জড়িতদের বিচার দুনিয়ায় এবং আখিরাতে করেন। বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি রোড নামকরণের দাবি জানান জাগপার এই মুখপাত্র। একই সাথে পরবর্তী প্রজন্মের জন্য ‘পার্মানেন্ট ঘৃণা স্তম্ভ’ তৈরির অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন, ‘অনুমতি দেন, ঘৃণা স্তম্ভ আমরা জনগণের অর্থায়নে করবো, আপনাদের টাকা দেওয়া লাগবে না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow