হাদি কিলিং মিশনের নেপথ্যে কারা, তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্তে ভয়াবহ ও সুপরিকল্পিত চিত্র উঠে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে দেশে ও দেশের বাইরে বসে এই হত্যার ছক কষা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিনের পরিকল্পনায় প্রকাশ্য দিবালোকে হত্যাতদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাদিকে হত্যার জন্য দীর্ঘ সময় ধরে নিখুঁত পরিকল্পনা করা হয়। পরিকল্পনার অংশ হিসেবে হত্যাকাণ্ডটি প্রকাশ্য দিবালোকে সংঘটিত হয়, যাতে আতঙ্ক সৃষ্টি হয় এবং ঘটনাটি রাজনৈতিক ও সামাজিকভাবে বড় বার্তা দেয়। সিঙ্গাপুর-মালয়েশিয়ায় বৈঠক, বিদেশে চূড়ান্ত হয় ‘কিলিং মিশন’হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ গত ২১ জুলাই সিঙ্গাপুর যান এবং ২৬ জুলাই দেশে ফেরেন। তদন্তকারীদের ধারণা, বিদেশে অবস্থানের এই পাঁচ দিনেই হাদিকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করা হয়। ফয়সাল সিঙ্গাপুরে পৌঁছে সড়কপথে মালয়েশিয়া সীমান্ত এলাকায় গিয়ে পলাতক কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে বৈঠক করেন বলে তথ্য পাওয়া গেছে। ট্রাভেল ডকুমেন্টে মিলেছে বিদেশ সফরের প্রমাণঢাকা ম

হাদি কিলিং মিশনের নেপথ্যে কারা, তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্তে ভয়াবহ ও সুপরিকল্পিত চিত্র উঠে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে দেশে ও দেশের বাইরে বসে এই হত্যার ছক কষা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দীর্ঘদিনের পরিকল্পনায় প্রকাশ্য দিবালোকে হত্যা
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাদিকে হত্যার জন্য দীর্ঘ সময় ধরে নিখুঁত পরিকল্পনা করা হয়। পরিকল্পনার অংশ হিসেবে হত্যাকাণ্ডটি প্রকাশ্য দিবালোকে সংঘটিত হয়, যাতে আতঙ্ক সৃষ্টি হয় এবং ঘটনাটি রাজনৈতিক ও সামাজিকভাবে বড় বার্তা দেয়।

সিঙ্গাপুর-মালয়েশিয়ায় বৈঠক, বিদেশে চূড়ান্ত হয় ‘কিলিং মিশন’
হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ গত ২১ জুলাই সিঙ্গাপুর যান এবং ২৬ জুলাই দেশে ফেরেন। তদন্তকারীদের ধারণা, বিদেশে অবস্থানের এই পাঁচ দিনেই হাদিকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করা হয়। ফয়সাল সিঙ্গাপুরে পৌঁছে সড়কপথে মালয়েশিয়া সীমান্ত এলাকায় গিয়ে পলাতক কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে বৈঠক করেন বলে তথ্য পাওয়া গেছে।

ট্রাভেল ডকুমেন্টে মিলেছে বিদেশ সফরের প্রমাণ
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ফয়সালের ট্রাভেল ডকুমেন্টে সিঙ্গাপুর সফরের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।

স্ত্রী ও প্রেমিকাকে আগাম ইঙ্গিত, ব্যাংক হিসাবে ৩০ লাখ টাকা
সিঙ্গাপুর থেকে দেশে ফিরে ফয়সাল তার স্ত্রী সাহেদা পারভীনকে জানান, সামনে এমন সময় আসতে পারে যখন দেশে থাকা সম্ভব নাও হতে পারে। একই সঙ্গে একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে প্রায় ৩০ লাখ টাকা থাকার কথা উল্লেখ করে পরিবারের ভবিষ্যৎ নিয়ে আশ্বস্ত করেন। জিজ্ঞাসাবাদে ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তারও একই ধরনের তথ্য দিয়েছেন বলে জানান তদন্ত কর্মকর্তারা।

হত্যার আগের রাতে গোপন বৈঠক ও শঙ্কাজনক বক্তব্য
তদন্তে জানা যায়, ১২ ডিসেম্বর হাদিকে গুলি করার আগের রাতে ফয়সাল, মোটরসাইকেলচালক আলমগীর শেখ ও মারিয়া আক্তার সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন কটেজে অবস্থান করেন। ওই রাতেই ফয়সাল মারিয়াকে বলেন, পরদিন এমন একটি ঘটনা ঘটবে, যা সারা দেশ কাঁপিয়ে দেবে।

স্ত্রী ও প্রেমিকার দাবি—আগে কিছুই বুঝতে পারেননি
ফয়সালের স্ত্রী ও প্রেমিকা দুজনই জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে ইঙ্গিতের কথা স্বীকার করলেও দাবি করেছেন, তারা আগে থেকে ঘটনার প্রকৃতি বা ভয়াবহতা বুঝতে পারেননি।

ভারতে পালানোর নেপথ্যে যুবলীগ নেতা ও ভগ্নিপতি
হত্যার পর শুটার ফয়সাল ও বাইকচালক আলমগীরকে ভারতে পালাতে সহায়তার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী (বাপ্পী)–এর বিরুদ্ধে। তাকে সহায়তা করেন তার ভগ্নিপতি আমিনুল ইসলাম, যাকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে ডিবি।

হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, দালালদের ব্যবহার
তদন্ত সূত্রে জানা যায়, ঘটনার রাতেই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ফয়সাল ও আলমগীর ভারতে পালিয়ে যায়। সীমান্ত পারাপারের জন্য আগেভাগেই সব প্রস্তুতি নেওয়া ছিল। ভুটিয়াপাড়া গ্রামের বাসিন্দা ফিলিপ স্নালসহ কয়েকজন দালালের মাধ্যমে অবৈধভাবে এই পারাপার সম্পন্ন করা হয়। ঘটনার পরপরই সীমান্ত পারাপারের জন্য অর্থ পাঠানো হয়।

ডিবি ও র‍্যাবের অভিযানে মোট গ্রেপ্তার ১১
হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ডিবি ও র‍্যাবের যৌথ অভিযানে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিচারের দাবিতে শাহবাগ অবরোধ, ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা
হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শুক্রবার জুমার নামাজের পর শাহবাগ মোড় অবরোধ করেন। এতে সাময়িকভাবে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ কর্মসূচিতে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “আজ থেকে শাহবাগের নাম ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা করা হলো। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow