‘হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন বীর’

শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় ‘ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।  ফোরামের ভাইস চেয়ারম্যান আমিনুর ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে এক আপসহীন বীর। যারা শহীদ শরিফ ওসমান বিন হাদিকে শহীদ করেছে, তারা ভুল করেছে। কত বড় ভুল করেছে তারা, হাদির জানাজা দেখে আশা করি সেটা বুঝতে পেরেছে। একজন হাদিকে হত্যা করে জুলাইকে পরিবর্তন করে দেওয়া যাবে না।   তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি আগামী দিনে আরও অসংখ্য হাদি তৈরি হবে এবং হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে। ৫ আগস্টের আগের প্রেক্ষাপট আর পরের প্রেক্ষাপট বাংলাদেশের অনেক সমীকরণ চেঞ্জ করে দিয়েছে। আমরা ৫ আগস্টের আগে ভাবতাম যে, এই জনপদে জুলুমের কোনো নিষ্কৃতি পাওয়া যাবে না। তবে আমাদের বিশ্বাস ছিল, আল্লাহ তায়ালা ক্ষমতার পরিবর্তন করেন, রাতক

‘হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন বীর’
শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় ‘ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।  ফোরামের ভাইস চেয়ারম্যান আমিনুর ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে এক আপসহীন বীর। যারা শহীদ শরিফ ওসমান বিন হাদিকে শহীদ করেছে, তারা ভুল করেছে। কত বড় ভুল করেছে তারা, হাদির জানাজা দেখে আশা করি সেটা বুঝতে পেরেছে। একজন হাদিকে হত্যা করে জুলাইকে পরিবর্তন করে দেওয়া যাবে না।   তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি আগামী দিনে আরও অসংখ্য হাদি তৈরি হবে এবং হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে। ৫ আগস্টের আগের প্রেক্ষাপট আর পরের প্রেক্ষাপট বাংলাদেশের অনেক সমীকরণ চেঞ্জ করে দিয়েছে। আমরা ৫ আগস্টের আগে ভাবতাম যে, এই জনপদে জুলুমের কোনো নিষ্কৃতি পাওয়া যাবে না। তবে আমাদের বিশ্বাস ছিল, আল্লাহ তায়ালা ক্ষমতার পরিবর্তন করেন, রাতকে-দিন করেন। আমরা আল্লাহ তায়ালার সেই ক্ষমতা স্পষ্ট দেখেছি। ফ্যাসিস্টের পতনের মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদেরকে জুলুমের হাত থেকে মুক্ত করেছেন। নব্য ফ্যাসিবাদের হাত থেকেও আল্লাহ তাওয়ালা এই জাতিকে মুক্ত করবেন। এজন্য আমাদেরকে বিপ্লবী চেতনা লালন করে সকল অপশক্তিকে রুখে দিতে হবে।  সভায় আরও বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী মিজানুর রহমান মাস্টার, ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বেলাল হোসাইন, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা কর্মপরিষদ সদস্য শাহজালাল জুয়েল, ঠাকুরগাঁও চিরন্তন সংগঠনের সভাপতি সুজন আলী প্রমুখ। সভা শেষে শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow