হাদি হত্যার আসামিদের অবস্থান জানে না সরকার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আসামিরা বর্তমানে কোথায় অবস্থান করছে, সে বিষয়ে এখনো শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভা শেষে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা কিছু ইঙ্গিত পেয়েছি যে আসামিরা সম্ভবত সীমান্ত পার হয়ে গেছে। যদি খুব নির্দিষ্ট কোনো জায়গা চিহ্নিত করা যেত, তাহলে নিশ্চিত করে বলা যেত তারা ভারতেই রয়েছে।” এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। এই হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সক্রিয় রয়েছে। এদিন সকাল থেকেই মুন্সীগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত বিভিন্ন কর্

হাদি হত্যার আসামিদের অবস্থান জানে না সরকার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আসামিরা বর্তমানে কোথায় অবস্থান করছে, সে বিষয়ে এখনো শতভাগ নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভা শেষে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা কিছু ইঙ্গিত পেয়েছি যে আসামিরা সম্ভবত সীমান্ত পার হয়ে গেছে। যদি খুব নির্দিষ্ট কোনো জায়গা চিহ্নিত করা যেত, তাহলে নিশ্চিত করে বলা যেত তারা ভারতেই রয়েছে।”

এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। এই হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সক্রিয় রয়েছে।

এদিন সকাল থেকেই মুন্সীগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা। সকাল ১১টার দিকে তিনি মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow