হাদি হত্যার বিচারের দাবিতে ইডেন কলেজে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ইডেন মহিলা কলেজে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় ছয়টি হলের শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন এবং বিচারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় তারা ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দাও’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’সহ নানা স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাইয়ের হত্যার প্রতিবাদে আমরা আজ এ বিক্ষোভ মিছিল করেছি। আমরা চাই হাদি ভাইকে হত্যার সুষ্ঠু বিচার হোক। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া আলমগীর বলেন, হাদি হত্যার বিচারের দাবিতে আমরা ছয়টা হলের শিক্ষার্থীরা একত্র হয়েছি এবং একমত পোষণ করেছি যে আমাদের বাংলায় সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না। বোটানি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী নিপা আক্তার বলেন, খুনিরা বারবার খুন করে পার পেয়ে যাচ্ছে। আমরা চাই সেই খুনিদের বিচার হোক। হাদির মতো মানুষের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনার। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট চলে গেছে, তার দালালরা এখনো দেশকে অস্থিতিশীল করার জন্য ব্যস্ত। নির্বাচনে

হাদি হত্যার বিচারের দাবিতে ইডেন কলেজে বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ইডেন মহিলা কলেজে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় ছয়টি হলের শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন এবং বিচারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় তারা ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দাও’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’সহ নানা স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাইয়ের হত্যার প্রতিবাদে আমরা আজ এ বিক্ষোভ মিছিল করেছি। আমরা চাই হাদি ভাইকে হত্যার সুষ্ঠু বিচার হোক। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া আলমগীর বলেন, হাদি হত্যার বিচারের দাবিতে আমরা ছয়টা হলের শিক্ষার্থীরা একত্র হয়েছি এবং একমত পোষণ করেছি যে আমাদের বাংলায় সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না। বোটানি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী নিপা আক্তার বলেন, খুনিরা বারবার খুন করে পার পেয়ে যাচ্ছে। আমরা চাই সেই খুনিদের বিচার হোক। হাদির মতো মানুষের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনার। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট চলে গেছে, তার দালালরা এখনো দেশকে অস্থিতিশীল করার জন্য ব্যস্ত। নির্বাচনের তপশিল ঘোষণা হয়ে গেছে, নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে যে যেভাবেই হোক নির্বাচনকে বন্ধ করতে হবে। তারই ষড়যন্ত্র হিসেবে আমরা মনে করছি হাদি ভাইকে হত্যা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow