হাবিপ্রবিতে এক আসনের বিপরীতে লড়বে ৫২ শিক্ষার্থী
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তির জন্য ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী। অর্থাৎ এক আসনের বিপরীতে লড়বে প্রায় ৫২ শিক্ষার্থী। আইসিটি সেন্টার সূত্র জানায়, গত ১৬ নভেম্বর বিকেল ৪টা থেকে হাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং আবেদন গ্রহণ করা হয় ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩০ হাজার ২৭৫ জন, ‘বি’ ইউনিটে ২৬ হাজার ৮১২ জন, ‘সি’ ইউনিটে ৯ হাজার ১৯১ জন এবং ‘ডি’ ইউনিটে ২৭ হাজার ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে ৫৩৫টি, ‘বি’ ইউনিটে ৭৪০টি (এর মধ্যে আর্কিটেকচার ৩০টি), ‘সি’ ইউনিটে ২৮০টি, ‘ডি’ ইউনিটে ২৪০টি আসন রয়েছে। ইউনিট প্রতি হিসেব করলে ‘এ’ ইউনিটে প্রতি সিটের বিপরীতে ৫৬ জন, ‘বি’ ইউনিটে ৩৭ জন, ‘সি’ ইউনিটে ৩২ জন, ‘ডি’ ইউনিটে ১১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে এসব তথ্য জানা গেছে। উল্লেখ্য, আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি ০৭ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তির জন্য ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী। অর্থাৎ এক আসনের বিপরীতে লড়বে প্রায় ৫২ শিক্ষার্থী।
আইসিটি সেন্টার সূত্র জানায়, গত ১৬ নভেম্বর বিকেল ৪টা থেকে হাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং আবেদন গ্রহণ করা হয় ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩০ হাজার ২৭৫ জন, ‘বি’ ইউনিটে ২৬ হাজার ৮১২ জন, ‘সি’ ইউনিটে ৯ হাজার ১৯১ জন এবং ‘ডি’ ইউনিটে ২৭ হাজার ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
এবার ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে ৫৩৫টি, ‘বি’ ইউনিটে ৭৪০টি (এর মধ্যে আর্কিটেকচার ৩০টি), ‘সি’ ইউনিটে ২৮০টি, ‘ডি’ ইউনিটে ২৪০টি আসন রয়েছে। ইউনিট প্রতি হিসেব করলে ‘এ’ ইউনিটে প্রতি সিটের বিপরীতে ৫৬ জন, ‘বি’ ইউনিটে ৩৭ জন, ‘সি’ ইউনিটে ৩২ জন, ‘ডি’ ইউনিটে ১১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি ০৭ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।
What's Your Reaction?