হামজাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা
বয়স মাত্র ১৭। এই বয়সেই ইউরোপের বড় বড় দলগুলোর নজর কেড়েছেন হামজা। মিশরের তরুণ এই ফরোয়ার্ডের পুরো নাম হামজা আবদেলকারিম। বয়সভিত্তিক টুর্নামেন্টে অবিশ্বাস্য পারফরম্যান্স করে স্প্যানিশ ক্লাবের নজরে এই তরুণ তুর্কি। হামজাকে দলে ভেড়াতে যতগুলো দল আগ্রহ প্রকাশ করেছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে বার্সেলোনা। স্পেনের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বার্সা চলতি বছর শেষ হওয়ার আগেই হামজার সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চাচ্ছে। বয়স কম হওয়ায় তাকে প্রথমে ধারে এবং পরবর্তী সময়ে পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ীভাবে কিনতে চাচ্ছে। বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায় যোগ দিতে তর সইছে না হামজারও। স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেয়ার আশায় বায়ার্ন মিউনিখ, এসি মিলানের মতো ক্লাবের বিপক্ষেও আলোচনা বন্ধ করে দেন তিনি। আগামী মৌসুমে দলের সঙ্গে প্রাক-মৌসুমে হামজাকে রাখার প্রতিশ্রুতি দিয়েছে বার্সা। হামজার বর্তমান ক্লাব আল আহলি তাকে ছাড়তে রাজি হলেও চাইছে ভালো আর্থিক কাঠামো। মিসরীয় ক্লাবটি বার্সার প্রস্তাবে স্থায়ী ফি, পারফরম্যান্সভিত্তিক বোনাস এবং ভবিষ্যতে বিক্রির ক্ষেত্রে একটি শতাংশও নিজেরা ধরে রাখার চেষ্টা করছে। সবশেষ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে
বয়স মাত্র ১৭। এই বয়সেই ইউরোপের বড় বড় দলগুলোর নজর কেড়েছেন হামজা। মিশরের তরুণ এই ফরোয়ার্ডের পুরো নাম হামজা আবদেলকারিম। বয়সভিত্তিক টুর্নামেন্টে অবিশ্বাস্য পারফরম্যান্স করে স্প্যানিশ ক্লাবের নজরে এই তরুণ তুর্কি।
হামজাকে দলে ভেড়াতে যতগুলো দল আগ্রহ প্রকাশ করেছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে বার্সেলোনা। স্পেনের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বার্সা চলতি বছর শেষ হওয়ার আগেই হামজার সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চাচ্ছে। বয়স কম হওয়ায় তাকে প্রথমে ধারে এবং পরবর্তী সময়ে পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ীভাবে কিনতে চাচ্ছে।
বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায় যোগ দিতে তর সইছে না হামজারও। স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেয়ার আশায় বায়ার্ন মিউনিখ, এসি মিলানের মতো ক্লাবের বিপক্ষেও আলোচনা বন্ধ করে দেন তিনি। আগামী মৌসুমে দলের সঙ্গে প্রাক-মৌসুমে হামজাকে রাখার প্রতিশ্রুতি দিয়েছে বার্সা।
হামজার বর্তমান ক্লাব আল আহলি তাকে ছাড়তে রাজি হলেও চাইছে ভালো আর্থিক কাঠামো। মিসরীয় ক্লাবটি বার্সার প্রস্তাবে স্থায়ী ফি, পারফরম্যান্সভিত্তিক বোনাস এবং ভবিষ্যতে বিক্রির ক্ষেত্রে একটি শতাংশও নিজেরা ধরে রাখার চেষ্টা করছে।
সবশেষ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বার্সা স্কাউট করে হামজার সন্ধান পায়। সম্প্রতি তার গোল করার সামর্থ্য আলাদা করে নজর কাড়ে বার্সেলোনার। সামনের বছরই ১৮তে পা রাখবেন হামজা, ফলে বয়সজনিত কোনো ঝামেলা ছাড়াই তাকে দলে ভেড়াতে পারবে কাতালান ক্লাবটি।
What's Your Reaction?