সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়েছে এক বাস্তব কাহিনী। ৩৩ বছর আগে পথ ভুলে হারিয়ে যায় ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী গ্রামের মৃত চেনু খার ছেলে হারেজ আলী। অনেক খুঁজে না পেয়ে পরিবার ও এলাকাবাসী এতদিন ধরেই নিয়েছিল যে, সে আর বেঁচে নেই। চুয়াডাঙ্গার প্রত্যন্ত এলাকা থেকে হারেজ বাড়ি ফিরলেন। ছেলেকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অশীতিপর মা ছবেলা বেগম।
হারেজের বৃদ্ধা মা, এক বোন, ভগ্নীপতি ও এক ভাগনে ছাড়া... বিস্তারিত