হালুয়াঘাটে গণভোটের পক্ষে চলছে জোর প্রচারণা

গণভোট কী? কেন গণভোটে 'হ্যাঁ' ভোট দিতে হবে তা নিয়ে জোর প্রচারণা শুরু করেছে স্থানীয় প্রশাসন। হাট-বাজার, গ্রামগঞ্জের সাধারণ মানুষকে গণভোট সম্পর্কে ধারণা দিতে চলছে এই প্রচারাভিযান। ময়মনসিংহ-১ আসনের হালুয়াঘাটের তৃণমূলে গণভোটের পক্ষে এ প্রচারণা চালানো হচ্ছে প্রতিদিন। নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ভোট গ্রহণের লক্ষ্যে এই আসনের কেন্দ্রগুলো ভোটগ্রহণের উপযুক্ত করা হয়েছে। ঝুঁকিমুক্ত ভোট গ্রহণে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরাও। গণভোট কী-তা সাধারণ মানুষকে বোঝাতে এখন চলছে জোর প্রচারণা। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান জনকণ্ঠকে বলেন, প্রত্যন্ত গ্রাম এবং হাটবাজারে গিয়ে ভোটারদের গণভোট সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। গণভোটে অংশ নিতে ভোটারদের উৎসাহিত করার প্রক্রিয়া চলমান রাখার পাশপাশি শিক্ষক-সাংবাদিক, ইমাম ও খতিব,সুধিজনদের নিয়ে এরই মধ্যে গণভোট সম্পকে সেমিনার করা হয়েছে। ভোটাররা যাতে আগামী ১২ ফেব্রুয়ারি পছন্দের প্রার্থীর পাশাপাশি গণভোটেও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য কাজ করছেন তিনি।

হালুয়াঘাটে গণভোটের পক্ষে চলছে জোর প্রচারণা

গণভোট কী? কেন গণভোটে 'হ্যাঁ' ভোট দিতে হবে তা নিয়ে জোর প্রচারণা শুরু করেছে স্থানীয় প্রশাসন। হাট-বাজার, গ্রামগঞ্জের সাধারণ মানুষকে গণভোট সম্পর্কে ধারণা দিতে চলছে এই প্রচারাভিযান। ময়মনসিংহ-১ আসনের হালুয়াঘাটের তৃণমূলে গণভোটের পক্ষে এ প্রচারণা চালানো হচ্ছে প্রতিদিন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ভোট গ্রহণের লক্ষ্যে এই আসনের কেন্দ্রগুলো ভোটগ্রহণের উপযুক্ত করা হয়েছে। ঝুঁকিমুক্ত ভোট গ্রহণে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরাও। গণভোট কী-তা সাধারণ মানুষকে বোঝাতে এখন চলছে জোর প্রচারণা।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান জনকণ্ঠকে বলেন, প্রত্যন্ত গ্রাম এবং হাটবাজারে গিয়ে ভোটারদের গণভোট সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। গণভোটে অংশ নিতে ভোটারদের উৎসাহিত করার প্রক্রিয়া চলমান রাখার পাশপাশি শিক্ষক-সাংবাদিক, ইমাম ও খতিব,সুধিজনদের নিয়ে এরই মধ্যে গণভোট সম্পকে সেমিনার করা হয়েছে।

ভোটাররা যাতে আগামী ১২ ফেব্রুয়ারি পছন্দের প্রার্থীর পাশাপাশি গণভোটেও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য কাজ করছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow