হালুয়াঘাটে নির্বাচনী পরিবেশ মনিটরিংয়ে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের টহল
ময়মনসিংহের হালুয়াঘাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গঠিত ভিজিল্যান্স ও অবজারভেশন টিম নির্বাচনী পরিবেশ মনিটরিংয়ের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও নির্বাচন সংশ্লিষ্ট আইন ও আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত,হালুয়াঘাট সার্কেলের এএসপি মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিস কর্মকার সহ থানা পুলিশ, বিজিবি, আনসার সদস্যবৃন্দ এবং ভিজিল্যান্স টিমের অন্যান্য সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান জানান, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, অবৈধ প্রচার ও আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এ ধর
ময়মনসিংহের হালুয়াঘাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গঠিত ভিজিল্যান্স ও অবজারভেশন টিম নির্বাচনী পরিবেশ মনিটরিংয়ের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও নির্বাচন সংশ্লিষ্ট আইন ও আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত,হালুয়াঘাট সার্কেলের এএসপি মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিস কর্মকার সহ থানা পুলিশ, বিজিবি, আনসার সদস্যবৃন্দ এবং ভিজিল্যান্স টিমের অন্যান্য সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান জানান, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, অবৈধ প্রচার ও আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
এ সময় ভিজিল্যান্স টিম বিভিন্ন স্পটে প্রার্থী কতৃক প্রদর্শিত ফেস্টুন, প্যানা অপসারণ করেন। বিভিন্ন বাজারে গণভোটের বিষয়ে প্রচারণা করেন এবং গণভোটের লিফলেট বিতরণ করেন। নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ভিজিল্যান্স টিমের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?