হাসিনাকে ভারত থেকে ফেরত বিষয়ে যা জানাল জাতিসংঘ

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত সহিংসতায় বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। এ ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে শুরু থেকেই জাতিসংঘ গুরুত্ব দিয়ে আসছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক। স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় বাংলাদেশে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ প্রেক্ষাপটে ন্যায়বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি জাতিসংঘ মহাসচিব আহ্বান জানাবেন কি না—এ প্রশ্ন করা হয়। জবাবে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে ফারহান হক বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তিনি এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের ওপর গুরুত্ব দেন। ফারহান হক বলেন, জাতিসংঘ বিশ্

হাসিনাকে ভারত থেকে ফেরত বিষয়ে যা জানাল জাতিসংঘ

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত সহিংসতায় বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। এ ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে শুরু থেকেই জাতিসংঘ গুরুত্ব দিয়ে আসছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক।

স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় বাংলাদেশে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ প্রেক্ষাপটে ন্যায়বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি জাতিসংঘ মহাসচিব আহ্বান জানাবেন কি না—এ প্রশ্ন করা হয়।

জবাবে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে ফারহান হক বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তিনি এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের ওপর গুরুত্ব দেন।

ফারহান হক বলেন, জাতিসংঘ বিশ্বাস করে যে এসব ঘটনায় জবাবদিহিতা থাকা উচিত। তিনি স্মরণ করিয়ে দেন, সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কে জাতিসংঘ নিজেই তথ্য সরবরাহ করেছে। তার ভাষায়, স্পষ্টতই জবাবদিহিতা প্রয়োজন, তবে তা আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা বজায় রেখেই নিশ্চিত করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow