হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভা সোমবার রাতে গুলশানে অনুষ্ঠিত হয়। সভা শেষে দলটির পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৬ বছরের “ফ্যাসিবাদবিরোধী আন্দোলন” ও ২০২৪ সালের ছাত্র–গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। আন্দোলনের সময় গুম-খুন, নির্যাতন ও দমন-পীড়নের শিকার অসংখ্য মানুষের ত্যাগের মধ্য দিয়ে তৎকালীন সরকার পতন হয়েছে বলে দাবি করে বিএনপি। বিবৃতিতে আরও বলা হয়, দেশের জনগণ মানবতাবিরোধী অপরাধের বিচার চাইছিল, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে রায় দিয়েছে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ দণ্ড, আর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাজার কমানো—সবই আইনি প্রক্রিয়ার ভিত্তিতে হয়েছে বলে উল্লেখ করা হয়। বিএনপি জানায়, ন্যায়বিচার প্রতিষ্ঠার এই রায়ে বহু পরিবারের ক্ষোভ–বেদন

হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভা সোমবার রাতে গুলশানে অনুষ্ঠিত হয়। সভা শেষে দলটির পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৬ বছরের “ফ্যাসিবাদবিরোধী আন্দোলন” ও ২০২৪ সালের ছাত্র–গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। আন্দোলনের সময় গুম-খুন, নির্যাতন ও দমন-পীড়নের শিকার অসংখ্য মানুষের ত্যাগের মধ্য দিয়ে তৎকালীন সরকার পতন হয়েছে বলে দাবি করে বিএনপি।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের জনগণ মানবতাবিরোধী অপরাধের বিচার চাইছিল, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে রায় দিয়েছে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ দণ্ড, আর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাজার কমানো—সবই আইনি প্রক্রিয়ার ভিত্তিতে হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিএনপি জানায়, ন্যায়বিচার প্রতিষ্ঠার এই রায়ে বহু পরিবারের ক্ষোভ–বেদনাও কিছুটা প্রশমিত হবে। দলটি আইনের শাসন বজায় রাখতে জনগণকে সচেতন থাকার আহ্বান জানায় এবং অন্যান্য মামলার সুবিচার নিশ্চিত করার দাবিও পুনর্ব্যক্ত করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow