হেনস্তার শিকার মৌনী রায়

উৎসবের উচ্ছ্বাস আর করতালির শব্দের মাঝেই ঘটে গেল এক ভয়ংকর ঘটনা। ভারতের হরিয়ানায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রকাশ্যেই শারীরিক হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। দর্শকসারিতে থাকা কয়েকজন বয়স্ক ব্যক্তির অশালীন আচরণে মুহূর্তেই বদলে যায় পুরো সেখানকার পরিবেশ, আনন্দের মঞ্চ রূপ নেয় আতঙ্কের অভিজ্ঞতায়। এ ঘটনায় চুপ না থেকে সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেত্রী, যা ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে বিনোদন অঙ্গনে।  নিজের নিরাপত্তা ও নারী সম্মানের বিষয়টি সামনে এনে নিজের সোশ্যাল হ্যান্ডেলে মৌনী রায় জানান, মঞ্চে ওঠার আগেই দুই বয়স্ক ব্যক্তি তার কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন। মৌনী সরাসরি এর প্রতিবাদ জানিয়ে হাত সরাতে বললেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরে পারফরম্যান্সের সময় সামনের সারিতে থাকা ওই ব্যক্তিরা অভিনেত্রীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন। শুধু তাই নয়, মৌনী তাদের সংযত হতে বললে তারা মঞ্চে গোলাপ ফুল ছুড়তে শুরু করেন। আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করেন অভিনেত্রী। জানান, বিষয়টি এতটাই অস্বস্তিকর ছিল যে তিনি অনুষ্ঠান ফেলে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু পেশ

হেনস্তার শিকার মৌনী রায়
উৎসবের উচ্ছ্বাস আর করতালির শব্দের মাঝেই ঘটে গেল এক ভয়ংকর ঘটনা। ভারতের হরিয়ানায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রকাশ্যেই শারীরিক হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। দর্শকসারিতে থাকা কয়েকজন বয়স্ক ব্যক্তির অশালীন আচরণে মুহূর্তেই বদলে যায় পুরো সেখানকার পরিবেশ, আনন্দের মঞ্চ রূপ নেয় আতঙ্কের অভিজ্ঞতায়। এ ঘটনায় চুপ না থেকে সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেত্রী, যা ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে বিনোদন অঙ্গনে।  নিজের নিরাপত্তা ও নারী সম্মানের বিষয়টি সামনে এনে নিজের সোশ্যাল হ্যান্ডেলে মৌনী রায় জানান, মঞ্চে ওঠার আগেই দুই বয়স্ক ব্যক্তি তার কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন। মৌনী সরাসরি এর প্রতিবাদ জানিয়ে হাত সরাতে বললেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরে পারফরম্যান্সের সময় সামনের সারিতে থাকা ওই ব্যক্তিরা অভিনেত্রীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন। শুধু তাই নয়, মৌনী তাদের সংযত হতে বললে তারা মঞ্চে গোলাপ ফুল ছুড়তে শুরু করেন। আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করেন অভিনেত্রী। জানান, বিষয়টি এতটাই অস্বস্তিকর ছিল যে তিনি অনুষ্ঠান ফেলে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু পেশাদারিত্বের খাতিরে শেষ পর্যন্ত পারফর্ম করেন। ঘটনার পর নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে মৌনী রায় বলেন, আমার মতো একজনকে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তবে সাধারণ বা নতুন মেয়েদের নিরাপত্তা কোথায়? মৌনী আরও বলেন, শিল্পীদের শিল্পের মাধ্যমেই মূল্যায়ন করা উচিত; এমন অভব্য আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।  মৌনী রায় মূলত ছোট পর্দা থেকে ক্যারিয়ার শুরু করে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তার এই অভিযোগটি বর্তমানে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং নারী নিরাপত্তার বিষয়টি আবারও সামনে এনেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow