১০ ডিসেম্বরের মধ্যে সন্দ্বীপ-চট্টগ্রাম রুটে সি ট্রাক চালু : উপদেষ্টা ফাওজুল

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে সি ট্রাক চালু হবে। যাত্রীদের দুর্ভোগ এড়াতে ও ফেরি চলাচল নির্বিঘ্ন করতে দুই পাড়ে লো, মিড ও হাই— তিনটি ঘাট হওয়া প্রয়োজন। রোববার (৩০ নভেম্বর) চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রহমতপুর ব্লক বেড়িবাঁধ ও গুপ্তছড়া সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এ মতবিনিময় সভা হয়। উপদেষ্টা বলেন, সন্দ্বীপ মাদকের রুটে পরিণত হয়েছে। মাদক ও সন্ত্রাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। জনগণের সহযোগিতা ছাড়া মাদক ও সন্ত্রাস দূর করা সম্ভব নয়। নিজেদের সাহায্য নিজেরা না করলে অন্য কারও সাহায্য কাজে আসবে না। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঞ্চালনায় মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব আমিন উল্লাহ নূরী, চট্টগ্রামের পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ সরকারের বিভিন্ন

১০ ডিসেম্বরের মধ্যে সন্দ্বীপ-চট্টগ্রাম রুটে সি ট্রাক চালু : উপদেষ্টা ফাওজুল

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে সি ট্রাক চালু হবে। যাত্রীদের দুর্ভোগ এড়াতে ও ফেরি চলাচল নির্বিঘ্ন করতে দুই পাড়ে লো, মিড ও হাই— তিনটি ঘাট হওয়া প্রয়োজন।

রোববার (৩০ নভেম্বর) চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রহমতপুর ব্লক বেড়িবাঁধ ও গুপ্তছড়া সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এ মতবিনিময় সভা হয়।

উপদেষ্টা বলেন, সন্দ্বীপ মাদকের রুটে পরিণত হয়েছে। মাদক ও সন্ত্রাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। জনগণের সহযোগিতা ছাড়া মাদক ও সন্ত্রাস দূর করা সম্ভব নয়। নিজেদের সাহায্য নিজেরা না করলে অন্য কারও সাহায্য কাজে আসবে না।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঞ্চালনায় মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব আমিন উল্লাহ নূরী, চট্টগ্রামের পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow