১৯৭১ সালের মহান বিজয় দিবস নিয়ে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি

১৯৭১ সালের মহান বিজয় দিবস নিয়ে বিবৃতি দিয়েছে ভারতের সেনাবাহিনী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক টুইটের বরাতে বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অসীম সাহস ও বীরত্বকে স্মরণ করেছে। অতিরিক্ত মহাপরিচালক (জনসংযোগ) শাখার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয়ের কথা তুলে ধরা হয়। এক্সে দেওয়া পোস্টে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বিজয় দিবস শুধু একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও নির্ণায়ক বিজয়ের প্রতীক। এই যুদ্ধ ভারতের সামরিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়, যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যায়। পোস্টে বলা হয়, এটি এমন এক বিজয় যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী একসঙ্গে লড়াই করে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে স্বাধীনতার পথে গতি দেয়। এই বিজয় দক্ষিণ এশিয়ার মানচিত্র

১৯৭১ সালের মহান বিজয় দিবস নিয়ে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি
১৯৭১ সালের মহান বিজয় দিবস নিয়ে বিবৃতি দিয়েছে ভারতের সেনাবাহিনী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক টুইটের বরাতে বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অসীম সাহস ও বীরত্বকে স্মরণ করেছে। অতিরিক্ত মহাপরিচালক (জনসংযোগ) শাখার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয়ের কথা তুলে ধরা হয়। এক্সে দেওয়া পোস্টে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বিজয় দিবস শুধু একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও নির্ণায়ক বিজয়ের প্রতীক। এই যুদ্ধ ভারতের সামরিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়, যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যায়। পোস্টে বলা হয়, এটি এমন এক বিজয় যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী একসঙ্গে লড়াই করে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে স্বাধীনতার পথে গতি দেয়। এই বিজয় দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দেয় এবং জন্ম দেয় এক নতুন রাষ্ট্র—বাংলাদেশের। ভারতীয় সেনাবাহিনী জানায়, এই বিজয়ের মধ্য দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতা, নিপীড়ন ও অত্যাচারের অবসান ঘটে, যা একটি বৃহৎ জনগোষ্ঠীর ওপর চালানো হয়েছিল। মাত্র ১৩ দিনের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনী ৯৩ হাজার পাকিস্তানি সেনাকে আত্মসমর্পণে বাধ্য করে, যা বিশ্ব ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক আত্মসমর্পণ হিসেবে স্বীকৃত। পোস্টে বলা হয়, মাত্র ১৩ দিনে ভারতীয় সশস্ত্র বাহিনী অসাধারণ সাহস, অটল সংকল্প ও অনন্য সামরিক দক্ষতার পরিচয় দেয়, যার পরিণতিতে ৯৩ হাজার পাকিস্তানি সেনার আত্মসমর্পণ ঘটে—যা বিশ্ব ইতিহাসে অন্যতম বৃহৎ ঘটনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow