২৫ ডিসেম্বরের কর্মসূচি জনগণের, শুধু বিএনপির নয় : রবি

ঢাকা- ১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, ২৫ ডিসেম্বরের কর্মসূচি শুধু বিএনপির নয়, এটি জনগণের কর্মসূচি। এ আয়োজনের মাধ্যমে জনগণের অংশগ্রহণে গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দিতে চায় বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ধানমন্ডিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। রবি বলেন, রাজনীতি মানে কর্তৃত্ব প্রতিষ্ঠা নয়, রাজনীতি মানে জনগণের অধিকার প্রতিষ্ঠা। আজ যেখানে আমি, কাল সেখানে আরেকজন—এটাই রাজনীতি, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার স্বাভাবিক নিয়ম। এই বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। নির্বাচনী বাস্তবতায় সাংগঠনিক ব্যবস্থাপনার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের সময় ৫৫ নম্বর ওয়ার্ডকে তিনি স্বাধীনভাবে পরিচালনা করছেন এবং সাময়িকভাবে একটি থানা হিসেবে বিবেচনা করছেন। এখানে অনেক যোগ্য নেতা আছেন, প্রতিযোগিতা আছে বলেই সংগঠন শক্তিশালী। তবে সেই প্রতিযোগিতা যেন বিভাজনে রূপ না নেয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে শেখ রবিউল আলম রবি বলেন, সবাই এক মিছিলে যাবে এমন নয়। কিন্তু সবাই গেছে দলের জন্য, দেশনেত্রী ব

২৫ ডিসেম্বরের কর্মসূচি জনগণের, শুধু বিএনপির নয় : রবি

ঢাকা- ১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, ২৫ ডিসেম্বরের কর্মসূচি শুধু বিএনপির নয়, এটি জনগণের কর্মসূচি। এ আয়োজনের মাধ্যমে জনগণের অংশগ্রহণে গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দিতে চায় বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ধানমন্ডিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

রবি বলেন, রাজনীতি মানে কর্তৃত্ব প্রতিষ্ঠা নয়, রাজনীতি মানে জনগণের অধিকার প্রতিষ্ঠা। আজ যেখানে আমি, কাল সেখানে আরেকজন—এটাই রাজনীতি, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার স্বাভাবিক নিয়ম। এই বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

নির্বাচনী বাস্তবতায় সাংগঠনিক ব্যবস্থাপনার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের সময় ৫৫ নম্বর ওয়ার্ডকে তিনি স্বাধীনভাবে পরিচালনা করছেন এবং সাময়িকভাবে একটি থানা হিসেবে বিবেচনা করছেন। এখানে অনেক যোগ্য নেতা আছেন, প্রতিযোগিতা আছে বলেই সংগঠন শক্তিশালী। তবে সেই প্রতিযোগিতা যেন বিভাজনে রূপ না নেয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে শেখ রবিউল আলম রবি বলেন, সবাই এক মিছিলে যাবে এমন নয়। কিন্তু সবাই গেছে দলের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য।

২৫ ও ২৬ ডিসেম্বরের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ২৫ তারিখ পুরো ঢাকা ও দেশের কর্মসূচি আর ২৬ তারিখ আমাদের আসনের জন্য আরও গুরুত্বপূর্ণ। সেদিন তারেক রহমানকে রিসিভ করার দায়িত্ব আমাদেরই।

তিনি স্পষ্ট করে বলেন, ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং উপস্থিতির ক্ষেত্রে কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। যিনি রাজনীতি করেন, ১৭ বছর ঝুঁকি নিয়ে মাঠে ছিলেন তার জন্য সেদিন উপস্থিত থাকাই নেতৃত্ব ও আনুগত্যের প্রমাণ।

ভোটের মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যদি প্রতিদিন ১০ জন মানুষের কাছে ভোট চান, তাহলে এই এলাকায় আর ভোট চাওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। ভোটারদের সম্মান দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, ভোট চাইতে গিয়ে নেতাকর্মীদের অবশ্যই মানুষের কাছে যেতে হবে এবং তাদের সম্মান দিতে হবে ।

অভ্যন্তরীণ কোন্দল ও নেগেটিভ রাজনীতির সমালোচনা করে বিএনপি প্রার্থী বলেন, কারও বিরুদ্ধে নেগেটিভ কথা আমি শুনতে চাই না। কারও গুণ থাকলে সেটাই বলুন। দলকে দুর্বল করে এমন রাজনীতি আমাদের জন্য ক্ষতিকর।

রবিউল আলম রবি আশাবাদ ব্যক্ত করে বলেন, ২৫ ডিসেম্বর আমরা সবাই একসঙ্গে উপস্থিত হয়ে প্রমাণ করবো ঢাকা ১০ আসন তারেক রহমানের ওপর রাখা আস্থার যথাযথ মর্যাদা দিতে জানে।

এ সময় ঢাকা ১০ আসনের বিভিন্ন থানা ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow