৩০ মিনিটে ৯ কোটি টাকা লুট

সরকারি কর কর্মকর্তার পরিচয় দিয়ে ৯ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একদল ডাকাত। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে প্রকাশ্য দিবালোকে, সবার সামনে। পুলিশ এখন ওই ডাকাত দলকে হন্য হয়ে খুঁজছে। গত ১৭ নভেম্বর ভারতের বেঙ্গালুরুতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।  পুলিশ জানিয়েছে, সিএমএস ক্যাশ ম্যানেজমেন্টের একটি গাড়িতে এইচডিএফসি ব্যাংক থেকে ৯ কোটি টাকা তোলা হয়। পরে গাড়িটি টাকা নিয়ে যাওয়ার পথে একদল ডাকাত নিজেদের সরকারি কর কর্মকর্তার পরিচয় দিয়ে মুহূর্তের মধ্যে টাকা লুট করে পালিয়ে যায়। আর এই কাজটি করতে তাদের সময় লেগেছে মাত্র ৩০ মিনিট।  পুলিশ আরও জানায়, ওই গাড়িটিতে তিনটি ব্যাংকের নগদ অর্থ ছিল। এগুলো এটিএম বুথে নিয়ে যাওয়া হচ্ছিল। ভ্যানে চালক ছাড়াও আরও কর্মী ছিলেন। তবে ডাকাত দলের প্রতারণা তারা বুঝতে পারেনি। সরকারি কর্মকর্তার পরিচয় দিলে তারা আর সন্দেহ করেনি। এক পর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার কথা বলে পথিমধ্যে হাত-পা বেঁধে রাস্তায় ফেলে দেওয়া হয়। এদিকে অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে পুরো শহরজুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যে সিসিটি

৩০ মিনিটে ৯ কোটি টাকা লুট

সরকারি কর কর্মকর্তার পরিচয় দিয়ে ৯ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একদল ডাকাত। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে প্রকাশ্য দিবালোকে, সবার সামনে। পুলিশ এখন ওই ডাকাত দলকে হন্য হয়ে খুঁজছে।

গত ১৭ নভেম্বর ভারতের বেঙ্গালুরুতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। 

পুলিশ জানিয়েছে, সিএমএস ক্যাশ ম্যানেজমেন্টের একটি গাড়িতে এইচডিএফসি ব্যাংক থেকে ৯ কোটি টাকা তোলা হয়। পরে গাড়িটি টাকা নিয়ে যাওয়ার পথে একদল ডাকাত নিজেদের সরকারি কর কর্মকর্তার পরিচয় দিয়ে মুহূর্তের মধ্যে টাকা লুট করে পালিয়ে যায়। আর এই কাজটি করতে তাদের সময় লেগেছে মাত্র ৩০ মিনিট। 

পুলিশ আরও জানায়, ওই গাড়িটিতে তিনটি ব্যাংকের নগদ অর্থ ছিল। এগুলো এটিএম বুথে নিয়ে যাওয়া হচ্ছিল। ভ্যানে চালক ছাড়াও আরও কর্মী ছিলেন। তবে ডাকাত দলের প্রতারণা তারা বুঝতে পারেনি।

সরকারি কর্মকর্তার পরিচয় দিলে তারা আর সন্দেহ করেনি। এক পর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার কথা বলে পথিমধ্যে হাত-পা বেঁধে রাস্তায় ফেলে দেওয়া হয়।

এদিকে অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে পুরো শহরজুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়েছে। পুলিশের ধারণা, ওই দুই ব্যক্তি অর্থ ডাকাতির সঙ্গে জড়িত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow