৩১ ডিসেম্বরের সব অনুষ্ঠান বাতিল করল ওয়েস্টিন, শেরাটন ও হানসা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও হানসা - এ প্রিমিয়াম রেসিডেন্সের পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। জাতীয় শোক পালন এবং গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা শেরাটন ঢাকা ও হানসা - এ প্রিমিয়াম রেসিডেন্স ৩১ ডিসেম্বর রাত উপলক্ষে নির্ধারিত সকল সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। “দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা - এ প্রিমিয়াম রেসিডেন্সের মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে এবং মরহুমের আত্মার চিরশান্তি ও মুক্তির জন্য প্রার্থনা করেছে। এ বিষয়ে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, জাতির এই গভীর শোকের মুহূর্তে বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ ও সর্বজন শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে দেশের জনগণ ও এ দেশের ব‍্যবসা ও অথনীতির প্রতি তার অসামান্য অবদান স্মরণে

৩১ ডিসেম্বরের সব অনুষ্ঠান বাতিল করল ওয়েস্টিন, শেরাটন ও হানসা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও হানসা - এ প্রিমিয়াম রেসিডেন্সের পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। জাতীয় শোক পালন এবং গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা শেরাটন ঢাকা ও হানসা - এ প্রিমিয়াম রেসিডেন্স ৩১ ডিসেম্বর রাত উপলক্ষে নির্ধারিত সকল সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

“দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা - এ প্রিমিয়াম রেসিডেন্সের মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে এবং মরহুমের আত্মার চিরশান্তি ও মুক্তির জন্য প্রার্থনা করেছে।

এ বিষয়ে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, জাতির এই গভীর শোকের মুহূর্তে বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ ও সর্বজন শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে দেশের জনগণ ও এ দেশের ব‍্যবসা ও অথনীতির প্রতি তার অসামান্য অবদান স্মরণে আমরা আমাদের হোটেলসমূহে ৩১ ডিসেম্বর রাতের জন্য নির্ধারিত সকল সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।”

নতুন কোনো সিদ্ধান্ত বা তথ্য পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্য জানানো হবে বলে জানিয়েছে, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow