৩২ দলের অংশগ্রহণে শেষ হলো জমজমাট “হনডা ফুটসাল লিগ”

দেশব্যাপী বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ডিলারদের ৩২টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়েছে জমজমাট ফুটবল টুর্নামেন্ট “হনডা ফুটসাল লিগ”–সিজন ২।  শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের আয়োজনে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির বিএসসি ফুটসাল গ্রাউন্ডে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।  চূড়ান্ত ম্যাচে নওগাঁস্থ সরদার হোন্ডা সেন্টারের দল “সরদার কিংস এলিভেন” চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ট্রফি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। টুর্নামেন্টের আয়োজকরা জানান, “হনডা ফুটসাল লিগ” শুধু এককালীন আয়োজন নয়; এটি দেশের ক্রীড়া সংস্কৃতি ও ফুটবল উন্নয়নে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ধারাবাহিক একটি উদ্যোগ। এই ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী টুর্নামেন্টে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সুসুমু মরিসাওয়া,

৩২ দলের অংশগ্রহণে শেষ হলো জমজমাট “হনডা ফুটসাল লিগ”

দেশব্যাপী বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ডিলারদের ৩২টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়েছে জমজমাট ফুটবল টুর্নামেন্ট “হনডা ফুটসাল লিগ”–সিজন ২। 

শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের আয়োজনে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির বিএসসি ফুটসাল গ্রাউন্ডে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 

চূড়ান্ত ম্যাচে নওগাঁস্থ সরদার হোন্ডা সেন্টারের দল “সরদার কিংস এলিভেন” চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ট্রফি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, “হনডা ফুটসাল লিগ” শুধু এককালীন আয়োজন নয়; এটি দেশের ক্রীড়া সংস্কৃতি ও ফুটবল উন্নয়নে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ধারাবাহিক একটি উদ্যোগ। এই ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী টুর্নামেন্টে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সুসুমু মরিসাওয়া, চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান, হোন্ডা ডিলার নেটওয়ার্কের প্রতিনিধি, সাংবাদিক, ফুটবলপ্রেমী এবং হোন্ডা সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ভবিষ্যতেও আকর্ষণীয় পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে মোটরসাইকেল ব্যবসাকে আরও শক্তিশালী করার পাশাপাশি, ক্রীড়া ও যুব উন্নয়নে দীর্ঘমেয়াদি অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow