৩৭ বছর পর নিউজিল্যান্ডের ‘ভারত’ জয়

অবশেষে ওয়ানডে সিরিজে ভারতের মাটিতে ভারতকে হারানোর অপেক্ষা ঘুচলো নিউজিল্যান্ডের। আজ রোববার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারতকে ৪১ রানে হারিয়েছে কিউইরা। আর তাতেই ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। এই জয়ের মাধ্যমেই ভারতের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জেতার রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। এর আগে ১৬ বারের চেষ্টা ব্যর্থ হলে এবার ১৭তম প্রচেষ্টায় ভারতের মাটিতে রোহিত-কোহলির হারানোর গৌরব অর্জন করল নিউজিল্যান্ড।  ইন্ডোরে আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৭ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২৯৬ রানে থামে ভারতের ইনিংস। ৩৩৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামলে শুরুটা ভালো হয়নি ভারতের। সবচেয়ে বেশি হতাশা করেছে স্বাগতিকদের মিডলঅর্ডার। তবে নিতিশ কুমার রেড্ডি ও হারশিত রানাকে নিয়ে জেতার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান দ্বিতীয় উইকেটে খেলতে নামা বিরাট কোহলি। কিন্তু সেঞ্চুরি তুলে নিলেও দলকে জেতাতে পারেননি তিনি। সিরিজে দ্বিতীয় ও ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম সেঞ্চুরি পূর্ণ করে কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার ৮৫তম শতক। তার ইনিংস থামে ১২৪ রানে। মাত্র ১০৮ বলে খেলা কোহলির এই অনবদ্য ইনিংসটি

৩৭ বছর পর নিউজিল্যান্ডের ‘ভারত’ জয়

অবশেষে ওয়ানডে সিরিজে ভারতের মাটিতে ভারতকে হারানোর অপেক্ষা ঘুচলো নিউজিল্যান্ডের। আজ রোববার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারতকে ৪১ রানে হারিয়েছে কিউইরা। আর তাতেই ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। এই জয়ের মাধ্যমেই ভারতের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জেতার রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। এর আগে ১৬ বারের চেষ্টা ব্যর্থ হলে এবার ১৭তম প্রচেষ্টায় ভারতের মাটিতে রোহিত-কোহলির হারানোর গৌরব অর্জন করল নিউজিল্যান্ড। 

ইন্ডোরে আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৭ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২৯৬ রানে থামে ভারতের ইনিংস।

৩৩৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামলে শুরুটা ভালো হয়নি ভারতের। সবচেয়ে বেশি হতাশা করেছে স্বাগতিকদের মিডলঅর্ডার। তবে নিতিশ কুমার রেড্ডি ও হারশিত রানাকে নিয়ে জেতার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান দ্বিতীয় উইকেটে খেলতে নামা বিরাট কোহলি। কিন্তু সেঞ্চুরি তুলে নিলেও দলকে জেতাতে পারেননি তিনি। সিরিজে দ্বিতীয় ও ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম সেঞ্চুরি পূর্ণ করে কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার ৮৫তম শতক। তার ইনিংস থামে ১২৪ রানে। মাত্র ১০৮ বলে খেলা কোহলির এই অনবদ্য ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।
এছাড়া অর্ধশতকের দেখা পেয়েছেন নিতিশ ও হারশিত। ৫৭ বলে ৫৩ রান করেন নিতিশ। আর ৫৩ বলে ৫২ রান করেন হারশিত। এছাড়া শুবমান গিল ১৮ বলে ২৩, রোহিত শর্মা ১৩ বলে ১১, শ্রেয়াস আইয়ার ১০ বলে ৩, লোকেশ রাহুল ৬ বলে ১, রবীন্দ্রো জাদেজা ১৬ বলে ১২, মোহাম্মদ সিরাজ ১ বলে ০, কুলদীপ যাদব ৩ বলে ৫ ও অর্শদীপ সিং ২ বলে ৪ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন জ্যাক ফোলকস ও ক্রিস্টিয়ান ক্লার্ক। দুটি উইকেট পেয়েছেন জেইডেন লেনক্স। আর একটি উইকেট নেন কাইল জেমিসন।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডেরও। দলীয় ৫ রানের মাথায় সাজঘরের পথ ধরেন দুই ওপেনার। ১ বলে ০ রানে সাজঘরের পথ ধরেন হেনরি নিকোলস। আর ৪ বলে ৫ রান করেন ডেভন কনওয়ে। শুরুর চাপ সামলে নেন উইল ইয়াং ও ড্যারেল মিচেল। তবে জুটিটা বড় করা হয়নি। ৪১ বলে ৩০ রানে থামেন ইয়াং।

এরপর চতুর্থ উইকেট জুটিতে ভারতীয় বোলারদের রীতিমতো তুলোধুনো করতে থাকেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। এসময় দুজন মিলে গড়েন ২১৯ রানের বিশাল জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় কিউইরা। এই দুই ব্যাটারই সেঞ্চুরির দেখা পেয়েছেন। মাত্র ৮৮ বলে নয়টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১০৬ রান করেন ফিলিপস। আর ১৩১ বলে ১৫টি চার ও পাঁচটি ছয়ে ১৩৭ রান করেন মিচেল।

শেষদিকে মিচেল হে ২, জ্যাকস ফোলকস ১০ ও ক্রিস্টিয়ান ক্লার্ক ১১ রান করেন। আর দলনেতা ব্রেসওয়েল ২৮ রানে ও জেমিসন ০ রানে অপরাজিত থাকেন। ভারতের হযে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন অর্শদীপ সিং ও হারশিত রানা। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মহ সিরাজ ও কুলদীপ যাদব।
সিরিজের শুরু থেকেই দুর্দান্ত খেলা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ম্যাচের সেরা খেলোয়াড়ের পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারটাও নিজের শোকেসে তুলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow