৪৩ পণ্য ও সেবা রপ্তানি প্রণোদনার মেয়াদ বাড়ল
৪৩ ধরনের পণ্য ও সেবা রপ্তানির বিপরীতে দেওয়া নগদ সহায়তা বা প্রণোদনার মেয়াদ আগামী জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি)-১। এর আগে চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের জন্য এই প্রণোদনা ঘোষণা দেওয়া ছিল। বর্তমানে রপ্তানি পরিস্থিতি বিবেচনায় এই সুবিধার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হলো। এর ফলে চলতি ২০২৫-২৬ পুরো অর্থবছরজুড়েই রপ্তানিকারকরা এই সুবিধা পাবেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পণ্য ও খাতভেদে রপ্তানিকারকরা সর্বনিম্ন শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন। মোট ৪৩টি পণ্য ও সেবা খাত এই সুবিধার আওতায় রয়েছে। রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংকে নিয়োজিত বহির্নিরীক্ষক বা অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা সম্পন্ন করতে হবে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের বিকল্প হিসেবে ১ দশমিক ৫ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে। ইউরো অঞ্চলে রপ্তানিকারকদের জন্য বিদ্যমান সহায়তার সঙ্গে অতিরিক্ত শূন্য দশমিক
৪৩ ধরনের পণ্য ও সেবা রপ্তানির বিপরীতে দেওয়া নগদ সহায়তা বা প্রণোদনার মেয়াদ আগামী জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি)-১।
এর আগে চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের জন্য এই প্রণোদনা ঘোষণা দেওয়া ছিল। বর্তমানে রপ্তানি পরিস্থিতি বিবেচনায় এই সুবিধার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হলো। এর ফলে চলতি ২০২৫-২৬ পুরো অর্থবছরজুড়েই রপ্তানিকারকরা এই সুবিধা পাবেন।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পণ্য ও খাতভেদে রপ্তানিকারকরা সর্বনিম্ন শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন। মোট ৪৩টি পণ্য ও সেবা খাত এই সুবিধার আওতায় রয়েছে। রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংকে নিয়োজিত বহির্নিরীক্ষক বা অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা সম্পন্ন করতে হবে।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের বিকল্প হিসেবে ১ দশমিক ৫ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে। ইউরো অঞ্চলে রপ্তানিকারকদের জন্য বিদ্যমান সহায়তার সঙ্গে অতিরিক্ত শূন্য দশমিক ৫০ শতাংশ বিশেষ প্রণোদনা থাকবে।
এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব অনুমোদিত ডিলারদের প্রধান কার্যালয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
What's Your Reaction?