৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ঢাকা থাকবে সাভার জাতীয় স্মৃতিসৌধ: ডিআইজি

আগামী ১৬ই ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবসে উদযাপনে সাভার জাতীয় স্মৃতিসৌধ এরিয়ায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতি সৌধ পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন। রেজাউল করিম মল্লিক বলেন,যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণে আগামী ১৬ই ডিসেম্বরের নিরাপত্তা নিশ্চিতে যা যা করণীয়, আমরা সব ব্যবস্থাই নিয়েছি। আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমিনবাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনাসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ‘আমরা আগেও বলেছি, আমাদের ৪ হাজারের অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এই ফোর্স সার্বিকভাবে নিয়োজিত থাকবে।’ তিনি বলেন, ‘আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, ১৩ ডিসেম্বর থেকেই এখানে সাদা পোশাকে ফোর্স মোতায়েন করা হয়েছে। দিবসের কার্যক্রম একদম শেষ না হওয়া পর্যন্ত এবং জনগণ যতক্ষণ এখানে থাকবেন, ততক্ষণ তাদের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের ফোর্স মাঠে থাকবে।’ এ সময়

৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ঢাকা থাকবে সাভার জাতীয় স্মৃতিসৌধ: ডিআইজি

আগামী ১৬ই ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবসে উদযাপনে সাভার জাতীয় স্মৃতিসৌধ এরিয়ায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতি সৌধ পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম মল্লিক বলেন,যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণে আগামী ১৬ই ডিসেম্বরের নিরাপত্তা নিশ্চিতে যা যা করণীয়, আমরা সব ব্যবস্থাই নিয়েছি। আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমিনবাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনাসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

‘আমরা আগেও বলেছি, আমাদের ৪ হাজারের অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এই ফোর্স সার্বিকভাবে নিয়োজিত থাকবে।’

তিনি বলেন, ‘আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, ১৩ ডিসেম্বর থেকেই এখানে সাদা পোশাকে ফোর্স মোতায়েন করা হয়েছে। দিবসের কার্যক্রম একদম শেষ না হওয়া পর্যন্ত এবং জনগণ যতক্ষণ এখানে থাকবেন, ততক্ষণ তাদের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের ফোর্স মাঠে থাকবে।’

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ট্রাফিক কর্মকর্তা ও ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ স্মৃতিসৌধের ইনচার্জ মো: আনোয়ার খান আনু।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow