৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো কড়াইল বস্তির আগুন

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। বিকেল ৫টার দিকে লাগা এই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বস্তিজুড়ে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পান তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন কর্মীরা। টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি একতলা থেকে তিনতলা পর্যন্ত ঘর হওয়ায় আগুন দ্রুত বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অগ্নিকাণ্ডের সময় বস্তির বেশিরভাগ বাসিন্দা, বিশেষ করে পোশাকশ্রমিক, হকার, রিকশাচালক ও দিনমজুররা বাড়িতে ছিলেন না। সন্ধ্যার পর দেখা যায়, ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয়রাও চাপকল ও খাল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে।

৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো কড়াইল বস্তির আগুন

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। বিকেল ৫টার দিকে লাগা এই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বস্তিজুড়ে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পান তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন কর্মীরা। টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি একতলা থেকে তিনতলা পর্যন্ত ঘর হওয়ায় আগুন দ্রুত বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অগ্নিকাণ্ডের সময় বস্তির বেশিরভাগ বাসিন্দা, বিশেষ করে পোশাকশ্রমিক, হকার, রিকশাচালক ও দিনমজুররা বাড়িতে ছিলেন না। সন্ধ্যার পর দেখা যায়, ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয়রাও চাপকল ও খাল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow