৭০ বছর পর হারিয়ে যাওয়া সামুদ্রিক কৃমির সন্ধান
একটি প্রজাতির সামুদ্রিক কৃমিপ্রায় ৭০ বছর আগে বিজ্ঞানীদের নজর থেকে হারিয়ে গিয়েছিল।সম্প্রতি এই কৃমিআবার আবিষ্কৃত হয়েছে। স্কুবা ডাইভারদের তোলা কিছু ছবিতে এই কৃমির উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে বলে সিএনএন জানিয়েছে। গবেষণায় দেখা গেছে, অস্ট্রেলিয়া থেকে জাপান পর্যন্ত ছড়িয়ে থাকা প্রবালের কলোনিতে সামুদ্রিক ঘোড়ার সঙ্গে সহাবস্থানে ছিল এই কৃমিরা। হারিয়ে যাওয়া এই সামুদ্রিক কৃমিটির নাম হাপলোসিলিস অ্যান্থোগোর্জিকোলাযা এক ধরনের পলিকীট বা ব্রিসল ওয়ার্ম। এটি শাখাবিশিষ্ট গরগোনিয়ান প্রবালে বাসা বাঁধে এবং প্রতি ঘন সেন্টিমিটারে প্রায় ১৫টি কৃমি পাওয়া যায়। এই কৃমির