৮ হাজার ১০০ কোটির টুর্নামেন্টের লড়াই শুরু

মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের পর্দা উঠলো আজ। রোববার মেলবোর্নে শুরু হয়েছে বিশ্ব টেনিসের অন্যতম মর্যাদার এই আসর।  এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলোয়াড়দের জন্য থাকছে ইতিহাসের অন্যতম বড় প্রাইজমানি। মেজর এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১৬ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১১.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার ১শ কোটি টাকা (প্রায় ৭৫ মিলিয়ন মার্কিন ডলার)। বছরের প্রথম গ্র্যান্ড স্লামের পুরুষ ও নারী এককের শিরোপাজয়ীরা এবার প্রত্যেকে পাবেন ৪.১৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি টাকায় এই অঙ্ক দাঁড়ায় প্রায় ৩০০ কোটি টাকা, যা গত বছরের ৩.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় ২৫০ কোটি টাকার তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। শুধু যে চ্যাম্পিয়নরাই এতো বিশাল পরিমাণ অর্থ পাবেন তা নয় বরং কোনো ম্যাচ না জিতে প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়দের জন্যও রয়েছে বড় অঙ্কের পুরস্কার। প্রথম রাউন্ডে বিদায় নেওয়া একজন খেলোয়াড় পাবেন ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। এমনকি বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকেই যারা ছিটকে যাবেন,

৮ হাজার ১০০ কোটির টুর্নামেন্টের লড়াই শুরু
মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের পর্দা উঠলো আজ। রোববার মেলবোর্নে শুরু হয়েছে বিশ্ব টেনিসের অন্যতম মর্যাদার এই আসর।  এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলোয়াড়দের জন্য থাকছে ইতিহাসের অন্যতম বড় প্রাইজমানি। মেজর এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১৬ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১১.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার ১শ কোটি টাকা (প্রায় ৭৫ মিলিয়ন মার্কিন ডলার)। বছরের প্রথম গ্র্যান্ড স্লামের পুরুষ ও নারী এককের শিরোপাজয়ীরা এবার প্রত্যেকে পাবেন ৪.১৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি টাকায় এই অঙ্ক দাঁড়ায় প্রায় ৩০০ কোটি টাকা, যা গত বছরের ৩.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় ২৫০ কোটি টাকার তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। শুধু যে চ্যাম্পিয়নরাই এতো বিশাল পরিমাণ অর্থ পাবেন তা নয় বরং কোনো ম্যাচ না জিতে প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়দের জন্যও রয়েছে বড় অঙ্কের পুরস্কার। প্রথম রাউন্ডে বিদায় নেওয়া একজন খেলোয়াড় পাবেন ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। এমনকি বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকেই যারা ছিটকে যাবেন, তারাও পাবেন ৪০ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা। অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ান্নিক সিনার এবং নারী এককে ম্যাডিসন কিস। এবারও শিরোপা ধরে রাখতে মুখিয়ে রয়েছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow