গাজীপুরের শ্রীপুর থানাকে টাউট, বাটপার ও দালালমুক্ত ঘোষণা করে সাইনবোর্ড সাঁটিয়েছে পুলিশ। বুধবার (১৭ মে) থানার সামনে সাইনবোর্ডটি সাঁটানো হয়। এমন উদ্যোগে শ্রীপুরবাসীর মনে আশার সঞ্চার হয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন। তবে কাজে প্রমাণ দেখতে চান তারা।
শ্রীপুরের তেলিহাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর মানিক বলেন, ‘উদ্যোগটি ভাল। পুলিশ আন্তরিক হলে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকসেবী নির্মূল... বিস্তারিত