সহযোগী ক্রিকেটার মাহিদুল ইসলাম অংকনের প্রশংসায় পঞ্চমুখ মেহেদি হাসান মিরাজ। মোহামেডানের হয়ে গত লিগের টপ স্কোরার হয়েছিলেন মাহিদুল ইসলাম অংকন। এবারও তার ব্যাট কথা বলছে। রানেই আছেন টপ অর্ডার কাম উইকেটকিপার অংকন।
তাকে খুব কাছ থেকে দেখা মেহেদি হাসান মিরাজ অংকনকে জাতীয় দলে সুযোগ দেয়ার পক্ষে। মিরাজ বলেন, ‘মাহিদুল ইসলাম অংকন গত তিন চার বছর ধরে ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো খেলছে। ঘরোয়া ক্রিকেটে সে নিয়মিত পারফরমার। জাতীয় দলে সে সুযোগ পেয়েছে।’
‘এক ম্যাচ খেলে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। কিন্তু এক ম্যাচ খারাপ করেছে মানে সে কিন্তু খারাপ ক্রিকেটার না। আর ওই ম্যাচটায় একেবারেই খারাপ করেনি, হয়তো প্রথম ইনিংসে রান পায়নি। তবে তাকে সুযোগ দিতে হবে। সুযোগ পেলে আমার বিশ্বাস অঙ্কন আরও ভালো খেলবে।’
এআরবি/আইএইচএস