অক্স-এর এসি নিয়ে এলো ভিসতা

1 month ago 15
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বাজারজাত শুরু হলো বিশ্বখ্যাত চাইনিজ ব্র্যান্ড অক্স (AUX)-এর এয়ারকন্ডিশনার (এসি)। শনিবার (৭ ডিসেম্বর) এ উপলক্ষে ঢাকার বনানীতে হোটেল শেরাটনে ‘গ্র্যান্ড লঞ্চিং’ প্রোগ্রামের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে আয়োজকরা জানান, অক্স-এর এসি উৎপাদিত হচ্ছে বাংলাদেশে ভিসতা’র নিজস্ব কারখানায়। সেলস পার্টনার হিসেবে ভিসতা স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি রপ্তানিও করবে।  দিনব্যাপী আয়োজনে অংশ নেন ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, উদয় হাকিম, ভিসতা পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, প্রকৌশলী মইনুল হক, মোহাম্মদ মাসুদ, অক্স-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (হোম ওভারসিস ওবিএম মার্কেটিং) ইউকি রঙ (Uki Rong), অক্স-এর এশিয়া-প্যাসিফিক কান্ট্রি ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষস্থানীয় চার শতাধিক ইলেকট্রনিক্স ব্যবসায়ী।   উল্লেখ্য, অক্স (AUX)-এয়ার কন্ডিশনার পৃথিবীর ১২৬টিরও বেশি দেশে রপ্তানি হয়। দেশ-বিদেশে অক্স-এর উৎপাদন কারখানা রয়েছে ১৪টি। জাপান, জার্মানি, পোল্যান্ড, মেক্সিকো, থাইল্যান্ড ও চায়নায় রয়েছে ৬টি বৃহৎ গবেষণা ও উন্নয়ন সেন্টার। ইউনিক ডিজাইন, কৃত্তিম বুদ্ধিমত্তা ও সবশেষ প্রযুক্তি ব্যবহারে অতি উচ্চমান নিশ্চিত করার কারণে আমেরিকা, ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য তথা সারা বিশ্বে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে অক্স। এই ব্র্যান্ডটি যে বাজারেই প্রবেশ করেছে, সেখানেই ক্রেতাদের সমীহ আদায় করে নিয়েছে।  আয়োজকরা জানান, গাজীপুর কালিয়াকৈরে হাইটেক পার্কে রয়েছে ভিসতা’র উৎপাদন কারখানা। সম্প্রতি ভিসতা এবং অক্স এর মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে। যার আওতায়, যৌথ উদ্যোগে ভিসতা’র কারখানায় তৈরি হবে ‘অক্স’ ব্র্যান্ডের এসি। স্থানীয় বাজারের বিক্রির পাশাপাশি তা বিভিন্ন দেশে রপ্তানিও হবে।  আরও জানা গেছে, অক্স হচ্ছে চায়নার একটি বিশাল শিল্প গোষ্ঠী। এটি বিশ্বের দ্রুত অগ্রসরমান একটি ব্র্যান্ড। ১৯৮৬ সালে অক্সের যাত্রা শুরু। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, পাওয়ার ইউটিলাইজেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন, নিউ এনার্জি, হাসপাতালসহ ইনভেস্টমেন্ট শিল্পেও বড় বিনিয়োগ রয়েছে অক্স-এর।   কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সবশেষ প্রযুক্তির ব্যবহারে অতি উচ্চমানের কারণে আমেরিকা, ইউরোপ, এশিয়া, এবং মধ্যপ্রাচ্যে সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে অক্স। এই ব্র্যান্ডটি যে বাজারেই প্রবেশ করছে সেখানেই ক্রেতাদের সমীহ আদায় করে নিচ্ছে।  অনুষ্ঠানে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান সামছুল আলম বলেন, দিনটি ভিসতা ও অক্সের জন্য গুরুত্বপূর্ণ। কারণ প্রযুক্তিপণ্য সম্পর্কে যারা অভিজ্ঞ, তারা জানেন অক্স কত বড় গ্লোবাল প্লেয়ার। লেটেস্ট প্রযুক্তির কারণে মানের দিক দিয়ে এখন অক্সই বিশ্বের সেরা। তাদের পণ্য বাংলাদেশে তথা ভিসতা কারখানায় তৈরি হবে এটা আমাদের জন্য সম্মানের। ভিসতার মাধ্যমে বাংলাদেশে অক্সের একটি বড় বিনিয়োগও আসবে বলে আশা করছি। মিলবে অক্সের কারিগরী সহায়তা। বাংলাদেশেই তৈরি হবে দক্ষ জনশক্তি, তৈরি হবে নতুন কর্মসংস্থান।  তিনি আরও বলেন, অন্যদিকে খুব অল্প সময়ের মধ্যেই ভিসতা বাংলাদেশের গ্রাহকদের আস্থা অর্জন করেছে। ভিসতার পণ্যসম্ভারে রয়েছে রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ারকন্ডিশনার, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স। গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কে ভিসতা প্রতিষ্ঠা করেছে একটি নতুন কারখানা। সেখানেই তৈরি হবে অক্স ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার।  ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক ইলিকট্রনিক্স মার্কেটে যার টেকনোলজি লেটেস্ট, তার পণ্যও লেটেস্ট। কোয়ালিটিতে সেরা হলে, পণ্য টেকসই হলে, দামে সাশ্রয় হলে তা ক্রেতারা গ্রহণ করবেনই। মানের দিক থেকে চ্যালেঞ্জ দিয়ে পণ্যসেবার জন্য প্রস্তুত অক্স ও ভিসতা।   ভিসতার পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, আমি যেখানে আছি, সেখানে ক্রেতাকে কোনোভাবেই ঠকানো যাবে না। পণ্যের গুণগত মান নিয়ে কখনোই আপস করা হবে না। গুণগত মানের দিক থেকে অক্স এক নম্বর এসি।  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভিসতা ও অক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সারাদেশ থেকে আসা ডিলার ও বিজনেস পার্টনাররা।
Read Entire Article