অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি করে বিএনপি : শিমুল বিশ্বাস

পাবনা-৫ আসনে (সদর) বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারম্যানের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বিএনপি দেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং উন্নয়নের রাজনীতি করে। দেশের মাটি ও মানুষের স্বার্থ বোঝে। সে কারণে আগামীর বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধিশালী করে গড়ে তোলার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মপরিকল্পনা নিয়েছেন।  তিনি বলেন, রাষ্ট্রীয় দুর্নীতি বন্ধ এবং জনগণের আমানত সুরক্ষার দায়িত্ব নেওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। শুক্রবার (২৮ নভেম্বর) যশোর জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় শিমুল বিশ্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি শ্রমিকদের মর্যাদা এবং তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। শ্রমিকদের সুবিধার্থে দেশের কলকারখানাগুলোতে তিন শিফটে কাজ চালু করেছিলেন। বিদেশে কর্মরত শ্রমিকদের অর্জিত অর্থ দেশের বৈদেশিক আয়ের প্রধান খাত। সেই বিদেশে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।  তিনি বলেন, আ

অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি করে বিএনপি : শিমুল বিশ্বাস

পাবনা-৫ আসনে (সদর) বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারম্যানের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বিএনপি দেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং উন্নয়নের রাজনীতি করে। দেশের মাটি ও মানুষের স্বার্থ বোঝে। সে কারণে আগামীর বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধিশালী করে গড়ে তোলার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মপরিকল্পনা নিয়েছেন। 

তিনি বলেন, রাষ্ট্রীয় দুর্নীতি বন্ধ এবং জনগণের আমানত সুরক্ষার দায়িত্ব নেওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে।

শুক্রবার (২৮ নভেম্বর) যশোর জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় শিমুল বিশ্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি শ্রমিকদের মর্যাদা এবং তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। শ্রমিকদের সুবিধার্থে দেশের কলকারখানাগুলোতে তিন শিফটে কাজ চালু করেছিলেন। বিদেশে কর্মরত শ্রমিকদের অর্জিত অর্থ দেশের বৈদেশিক আয়ের প্রধান খাত। সেই বিদেশে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রের টাকায় বিদেশে বাড়ি বানিয়েছেন। আগামী দিনে সেই সুযোগ আর কেউ পাবে না। 

তিনি বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের অসামান্য ভূমিকা রয়েছে। সর্বশেষ জুলাই বিপ্লবেও শ্রমিক দলের শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে। সভ্যতার কারিগর শ্রমিক শ্রেণির মর্যাদা যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া দিয়েছেন, আগামী দিনেও তারেক রহমান দেবেন। তিনি ঘোষণা দিয়েছেন, ‘আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। বন্ধ সব কলকারখানা চালু করার ঘোষণা দিয়েছেন। প্রতিটি পরিবারের মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করার ঘোষণা দিয়েছেন। যে কার্ডের অর্থ দিয়ে তারা সাংসারিক ব্যয় নির্বাহ করতে পারবে।’ 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে ধানের শীষে প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান শিমুল বিশ্বাস।

টাউন হল ময়দানে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন যশোর-৩ আসনে (সদর) বিএনপির প্রার্থী দলের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়র রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি ফারাজি মতিয়ার রহমান, খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মজিবুর রহমান, জেলা শ্রমিক দলের সহসভাপতি আব্দুল ওয়াদুদ, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, শ্রমিক দল নেতা শহিদ আলী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow