থেমে গেলে যেন পিছিয়ে পড়ব,
এই অদৃশ্য প্রতিযোগিতার পৃথিবীতে।
ছুটে চলি, উল্কার মতো,
অজানা কোনো টানে অবিরত—
যেখানে নেই কোনো গন্তব্য, নেই কোনো অর্থ,
তবু আছে এক অনিবার্য গমন,
নিজেকেই ছাড়িয়ে যাওয়ার এক নীরব প্রয়াস।
থেমে গেলে যেন পিছিয়ে পড়ব,
এই অদৃশ্য প্রতিযোগিতার পৃথিবীতে।
ছুটে চলি, উল্কার মতো,
অজানা কোনো টানে অবিরত—
যেখানে নেই কোনো গন্তব্য, নেই কোনো অর্থ,
তবু আছে এক অনিবার্য গমন,
নিজেকেই ছাড়িয়ে যাওয়ার এক নীরব প্রয়াস।