অজয় দাশগুপ্তের ৬৬তম জন্মদিন

1 day ago 6
দেশ-বিদেশের মিডিয়ার স্বনামধন্য কলাম লেখক, সুবক্তা, ছড়াকার ও প্রাবন্ধিক অজয় দাশগুপ্তের জন্মদিন আজ। শুক্রবার (১০ জানুয়ারি) ৬৬ তে পা রাখলেন তিনি।  চট্টগ্রাম শহরে জন্ম নেওয়া এ লেখক বহু বছর ধরে সিডনি প্রবাসী হলেও সবসময় পত্র পত্রিকা ও সামাজিক মিডিয়ায় সচল। রাজনৈতিক কলাম প্রবন্ধ কবিতা ছড়া ও গল্প মিলিয়ে বেশ কিছু প্রকাশনা আছে তার। কবিতায় বাংলাদেশ গণ পরিষদের জাতীয় পুরস্কার সহ অষ্ট্রেলিয়ান পার্লামেন্টে আদিবাসী ও বহুজাতিক সংস্কৃতি পদক লাভ করেছেন। তার ঝুলিতে আছে অষ্ট্রেলিয়ায় প্রথমবারের মতো প্রবর্তিত সাফাল পদক। সার্ক দেশভুক্ত দেশগুলোর স্বীকৃত সংগঠন সাফালের এই পদক প্রাপ্ত  প্রথম বাংলাদেশি তিনি। সম্প্রতি পেয়েছেন বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমি পুরস্কার।  ব্যক্তিজীবনে তিনি এখন প্রফেশনাল পরীক্ষার পরীক্ষক। স্ত্রী দীপা দাশগুপ্ত সিডনিতে একটি প্রিস্কুলে কাজ করেন। একমাত্র সন্তান অর্ক দাশ অস্ট্রেলিয়া ও হলিউডের অভিনেতা ও নির্দেশক।  যে কোন বয়সী পাঠকের প্রিয় এ কলাম লেখক দৈনিক কালবেলাতেও কলাম লিখে থাকেন।
Read Entire Article