অজয়ের ভয়ংকর অভিজ্ঞতা

বলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো অজয় দেবগন কথা বলতে বলতে হঠাৎ থমকে গেলেন। তার চোখে যেন ফিরে এলো বহু বছর আগের স্কাই ডাইভিংয়ের এক শিহরণ জাগানো দৃশ্য। স্কাই ডাইভিংয়ের প্রশিক্ষণ চলাকালীন মুহূর্তের মধ্যেই তার সামনে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক দুর্ঘটনা। আকাশে ভেসে ওঠার কথা ছিল যে প্যারাশুট, সেটিই না খোলায় নিমেষেই মৃত্যু হয় এক সহপ্রশিক্ষকের। এই ভয়াবহ স্মৃতি বহুদিন চাপা থাকলেও সম্প্রতি ‘দে দে পেয়ার দে টু’–এর প্রচারণার সময় এক সাক্ষাৎকারে আর মাধবনের সঙ্গে আলাপচারিতায় অজয় নিজেই উন্মোচন করলেন সেই তীব্র মানসিক ধাক্কার কথা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বর্তমানে অজয় তার নতুন ছবি ‘দে দে পেয়ার দে টু’-এর প্রচার নিয়ে ব্যস্ত আছেন। ছবির আরেক অভিনেতা আর মাধবনের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এই অভিজ্ঞতার কথা জানান। মাধবন অজয়ের প্রশংসা করে বলেন, অজয় ছবিতে বিনা প্রস্তুতিতে বিমান থেকে স্কাই ডাইভিং করেছেন, যা তার নির্ভীক সত্তার প্রমাণ। তখনই অজয় দেবগন তার জীবনের সেই ভয়ংকর দিনের কথা উল্লেখ করেন। তিনি জানান, স্কাই ডাইভিংয়ের প্রশিক্ষণ নিতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। অজয় বলেন, ‘আমি সেখানে যাওয়

অজয়ের ভয়ংকর অভিজ্ঞতা

বলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো অজয় দেবগন কথা বলতে বলতে হঠাৎ থমকে গেলেন। তার চোখে যেন ফিরে এলো বহু বছর আগের স্কাই ডাইভিংয়ের এক শিহরণ জাগানো দৃশ্য। স্কাই ডাইভিংয়ের প্রশিক্ষণ চলাকালীন মুহূর্তের মধ্যেই তার সামনে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক দুর্ঘটনা। আকাশে ভেসে ওঠার কথা ছিল যে প্যারাশুট, সেটিই না খোলায় নিমেষেই মৃত্যু হয় এক সহপ্রশিক্ষকের। এই ভয়াবহ স্মৃতি বহুদিন চাপা থাকলেও সম্প্রতি ‘দে দে পেয়ার দে টু’–এর প্রচারণার সময় এক সাক্ষাৎকারে আর মাধবনের সঙ্গে আলাপচারিতায় অজয় নিজেই উন্মোচন করলেন সেই তীব্র মানসিক ধাক্কার কথা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বর্তমানে অজয় তার নতুন ছবি ‘দে দে পেয়ার দে টু’-এর প্রচার নিয়ে ব্যস্ত আছেন। ছবির আরেক অভিনেতা আর মাধবনের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এই অভিজ্ঞতার কথা জানান। মাধবন অজয়ের প্রশংসা করে বলেন, অজয় ছবিতে বিনা প্রস্তুতিতে বিমান থেকে স্কাই ডাইভিং করেছেন, যা তার নির্ভীক সত্তার প্রমাণ।

তখনই অজয় দেবগন তার জীবনের সেই ভয়ংকর দিনের কথা উল্লেখ করেন। তিনি জানান, স্কাই ডাইভিংয়ের প্রশিক্ষণ নিতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। অজয় বলেন, ‘আমি সেখানে যাওয়ার পরপরই এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়। আমি দেখি, একজন বিমান থেকে ঝাঁপ দিয়েছেন ঠিকই, কিন্তু তার প্যারাশুটটি আর খোলেনি। সেই ব্যক্তির পরই স্কাই ডাইভিংয়ের জন্য আমার পালা ছিল।’

অজয় আরও জানান, হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওও একবার স্কাই ডাইভিংয়ের সময় বিপদে পড়েছিলেন। বিমান থেকে ঝাঁপ দেওয়ার পর তার প্যারাশুটও ঠিকমতো খুলছিল না। সেই সময় তার প্রশিক্ষক ঝাঁপ দিয়ে লিওনার্দোকে বাঁচিয়েছিলেন।

এদিকে অজয়ের বাবা বীরু দেবগন বলিউডের অ্যাকশন দৃশ্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে সিনেমায় অ্যাকশন দৃশ্য করা অজয়ের কাছে কখনোই কঠিন মনে হয়নি। তবে বাস্তবের স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা তার কাছে ছিল অত্যন্ত খারাপ।

অজয় বর্তমানে ‘দে দে পেয়ার দে টু’ সিনেমার প্রচারণার পাশাপাশি ব্যস্ত রয়েছেন আসন্ন ছবি ‘দৃশ্যম থ্রি’ এর শুটিং নিয়ে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow