অটোরিকশাচালক হত্যায় পিচ্চি মনির গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার

1 day ago 12

রাজধানীর লালবাগে অটোরিকশাচালক মাহবুব হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- ডানু (৩৫) ও জনি (৩৮)। তারা দুইজন পিচ্চি মনির গ্যাংয়ের সক্রিয় দুই সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (৫ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর কমলাপুর থেকে ডানুকে ও রাত সাড়ে ১১টার দিকে আরামবাগ থেকে জনিকে গ্রেফতার করা হয়।

রোববার (৬ এপ্রিল) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বছর ৩১ ডিসেম্বর মধ্যরাতে থার্টিফাস্ট নাইট উদযাপনের জন্য বের হন অটোরিকশাচালক মাহবুব আলম। পূর্বশত্রুতার জেরে পিচ্চি মনির গ্যাংয়ের সক্রিয় সদস্য ডানু ও জনিসহ বেশ কয়েকজন রাজধানীর লালবাগের ২৪ নম্বর ওয়ার্ডের জেএন সাহা রোড এলাকায় মাহবুবকে দেশীয় অস্ত্র, ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে মাহবুব হাত, মাথার পিছনে ও পায়ের গোড়ালিতে গুরুতর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় মাহবুবের মা আমেনা বেগম বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় ডানু ও জনিসহ ১৩ জন এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনা জানতে পেরে র‌্যাব-১০ এর একটি দল হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

সিনিয়র সহকারী পুলিশ আরও বলেন, এরই ধারাবাহিকতায় শনিবার রাতে রাজধানীর কমলাপুরে ও আরামবাগে অভিযান চালিয়ে ডানু ও জনি গ্রেফতার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কেআর/বিএ/জেআইএম

Read Entire Article