অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

1 month ago 16

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকায় অটোরিকশার ধাক্কায় সাখাওয়াত নামে চার বছরের শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির মা বলেন, আমরা সবাই কাশিমপুর এলাকার একটি বাসায় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম, এসময় সবার অজান্তে সাখাওয়াত রাস্তায় চলে গেছে। পরে দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ওকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/এএসএম

Read Entire Article