অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হানিফ পরিবহনকে জরিমানা

18 hours ago 10

ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজশাহীতে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে এ অভিযান পরিচালিত হয়।

বিআরটিএর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।

মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি যানবাহনের কাগজপত্র ঠিক আছে কি না, সেটিও দেখা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট গাড়িতে উঠে যাত্রীদের কাছে ভাড়ার পরিমাণ জানতে চান। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের চিত্র দেখতে পান তিনি।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনের চারটি গাড়ি থেকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৩৪ ও ১০২ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এর আগে কাউন্টারে ভাড়ার চার্ট না টাঙানো ও বেশি ভাড়া নেওয়ায় অভিযোগে হানিফ পরিবহনকে সতর্ক করা হয়েছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টিকিটের গায়ে লেখা আছে ৮২০ টাকা, কিন্তু ননএসি ভাড়া হবে ৬৯০ টাকা।’

তিনি বলেন, ‘অনেক যাত্রীদের কাছে থেকে ৯০০ থেকে এক হাজার টাকার বেশি ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীরা বিপাকে পড়ে বেশি ভাড়া বেশি দিতে বাধ্য হচ্ছে। এ বিষয়ে হানিফ কাউন্টারের দায়িত্বরতদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সরাসরি অস্বীকার করেছে। কিন্তু যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়েছেন, এমন প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে।’

Read Entire Article