আর্সেনালের কাছে ঘরের মাঠে হারের পর ক্রাভেন কটেজে হতাশার রাত কাটালো ম্যানচেস্টার ইউনাইটেড। যেখানে টানা আট জয় তারা পেয়েছে, সেখানে এবার ড্র দেখতে হলো! এই মৌসুমে প্রথম প্রিমিয়ার লিগ জয়ের জন্য অপেক্ষাও বাড়লো তাতে। রবিবার ফুলহ্যামের মাঠে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলরা।
গোলশূন্য প্রথমার্ধ শেষে ঘড়ির কাঁটা এক ঘণ্টা ছোঁয়ার একটু আগে আত্মঘাতী গোল এগিয়ে দেয় ম্যানইউকে। অথচ অধিনায়ক ব্রুনো ফের্নান্দেসের গোলে... বিস্তারিত