অনিন্দ্য নূরের কবিতা: চোখে শতাব্দির দৃষ্টিভ্রম

3 months ago 30

তোমার পরম নীল জ্যোৎস্নার উপাখ্যানে
আমি আদিম অন্ধকার বিধৌত নক্ষত্র।
স্বপ্ন-পোড়া চোখে দুর্মর স্মৃতির বাঁধ ভাঙে
সোডিয়ামের মেকি আলোয় সঙ্গীন দীর্ঘশ্বাস।
কত শত কালো বর্ণের অন্তিম চিরকুটে
প্রবীণ ডাকঘরে বুক ভরে গেছে সমাধির স্তূপে
তোমাকে নিবেদিত প্রাণের পাণ্ডুলিপি লেখে
পথ ফুরোয় ধুলামাখা এই পৃথিবীর পথ।

স্বচ্ছ নির্বাক কাঁচের মতো চোখ আর কাঁদে না—
রেটিনায় জলরং মুছে গেছে গোধূলি রাঙাতেই
বেওয়ারিশ নিশ্বাসও স্পর্শ করতে পারেনি কোনোদিন
কোনো পাঁজরের পুষ্পরেণু কিংবা হৃদয়।
মৃত্তিকার ভারে ডুবে যায় আকাশ অবধি শূন্যতায়
জগতের চাকচিক্য আর কোলাহল মলিন হয় নীরবতায়।

এসইউ/জিকেএস

Read Entire Article