অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নেবো: আসিফ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনী তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এনসিপি নতুন প্রক্রিয়ার দায়িত্ব গ্রহণ করবে। সোমবার (১৯ জানুয়ারি) দলটির বাংলামোটর অফিসে নির্বাচনী ক্রাউডফান্ডিং নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আসিফ বলেন, বড় কোনো ব্যবসায়ীর ওপর নির্ভর না করে জনগণের অর্থে রাজনীতি করে এনসিপি জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। তিনি আরও জানান, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি বছর দলের অনুদানের হিসাব অডিট করে জনসমক্ষে প্রকাশ করা হবে। এছাড়াও, নিজের ও দলের কাজের স্বচ্ছতা রক্ষায় কোনো অনিয়ম প্রমাণিত হলে তিনি যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বিএনপির প্রার্থীদের ঋণখেলাপির অভিযোগের প্রেক্ষাপটে চিরাচরিত অস্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি ভেঙে জবাবদিহিতামূলক রাজনৈতিক ব্যবস্থা গড়াই এনসিপির লক্ষ্য।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনী তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এনসিপি নতুন প্রক্রিয়ার দায়িত্ব গ্রহণ করবে।
সোমবার (১৯ জানুয়ারি) দলটির বাংলামোটর অফিসে নির্বাচনী ক্রাউডফান্ডিং নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসিফ বলেন, বড় কোনো ব্যবসায়ীর ওপর নির্ভর না করে জনগণের অর্থে রাজনীতি করে এনসিপি জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। তিনি আরও জানান, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি বছর দলের অনুদানের হিসাব অডিট করে জনসমক্ষে প্রকাশ করা হবে। এছাড়াও, নিজের ও দলের কাজের স্বচ্ছতা রক্ষায় কোনো অনিয়ম প্রমাণিত হলে তিনি যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বিএনপির প্রার্থীদের ঋণখেলাপির অভিযোগের প্রেক্ষাপটে চিরাচরিত অস্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি ভেঙে জবাবদিহিতামূলক রাজনৈতিক ব্যবস্থা গড়াই এনসিপির লক্ষ্য।
What's Your Reaction?