অন্তর্বর্তী সরকারকে একটি যৌক্তিক সময়ের মধ্যে সকল ধরনের সংস্কার কার্যক্রম শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। তবে তিনি এ-ও বলেন, অনির্দিষ্টকালের জন্য সংস্কার নয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ বাবলু এ কথা বলেন।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকীতে এ দিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অস্থায়ী মঞ্চে মওলানা ভাসানীর প্রতিকৃতিতে শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল, বাবুল বিশ্বাস, সদস্য সচিব আবু ইউসুফ সেলিমসহ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া ভাসানী অনুসারী পরিষদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, সদস্য সচিব আবু ইউসুফ সেলিম প্রমুখ।
এদিকে শহীদ মিনারে সকাল থেকেই ভাসানী সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করেন।