অনির্বাচিত সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না

3 hours ago 3

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, অনির্বাচিত সরকার কখনো জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। এখন পর্যন্ত মানুষ যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করেছে তার ভিতরে সবথেকে বড় সামাজিক হাতিয়ার হচ্ছে নির্বাচন। আর এ নির্বাচনের মাধ্যমে দায়িত্বশীল কর্তব্যশীল এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা যায়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে বরগুনা পৌরসভার পাবলিক লাইব্রেরি হলরুমে জেলা বিএনপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, ১৭ বছর ধরে বিএনপি একটি অনির্বাচিত সরকারের মাধ্যমে অনেক নির্যাতনের শিকার হয়েছে। বিএনপির বিরুদ্ধে প্রহসনমূলক প্রায় এক লাখ ৬০ হাজার মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলায় আমাদের প্রায় ৪৫-৬০ লাখ নেতাকর্মী আসামি ছিল। বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যারা হয়রানির শিকার অথবা জেলে যায়নি।

তিনি বলেন, বাংলাদেশ ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে সে ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষমতা বিএনপির আছে।

বিএনপির এ নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন দেয় সেটাও আমাদের একটা আন্দোলন সংগ্রাম। নির্বাচনে আমাদের যারা নমিনেশন পাবে তাদের ঐক্যবদ্ধ সংগঠন পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। যাতে সংগঠনের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে গিয়ে ভবিষ্যতে বিএনপি কি করতে চায়, কিভাবে উন্নয়ন করতে চায় এবং মানুষের জীবনমানের কি কি উন্নয়ন করতে চায় এ কথা বলতে পারে।

নুরুল আহাদ অনিক/আরএইচ/এমএস

Read Entire Article